বিয়ের আগে

North Dinajpur News: বিয়ের আগে করুন এই রক্তের পরীক্ষা, না হলে বাড়তে পারে বিপদ

উত্তর দিনাজপুর: বিয়ের আগে  থ্যালাসেমিয়া পরীক্ষা করান, এই আবেদন কে সামনে রেখেই লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স ফোরাম। দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। তাই বিয়ের আগেই স্বামী ও স্ত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরী। নয়তো জীবনে ঘটে যেতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর জন্য বিয়ের আগেই করাতে হবেহিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষা। যার মাধ্যমে বর বা কনে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কি না, কিংবা এই রোগের বাহক কি না, জানা যায়।

বর ও কনে দুজনেই এই রোগের বাহক হলে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যধি হতে পারে। এদিন এই বার্তাসামনে রেখে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে থ্যালাসেমিয়া নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন সদ্য বিবাহিত দম্পতি গৌতম মণ্ডল ও সুস্মিতা সরকার। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত সাগর পাল। থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সাগর পাল এদিন এই কর্মশালায় নিজের জীবন সংগ্রামের কাহিনী জানান সকলকে।

থ্যালাসেমিয়া বাহক এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেলায়। সংখ্যাটা ৫ থেকে ৭  শতাংশে দাঁড়িয়েছে বর্তমানে। গ্রামেগঞ্জে অসচেতনতার কারণে এই বাহকদের সংখ্যা দিন দিন বাড়ছে।