মিষ্টির দোকানে কোথা থেকে এল ‘ইভিএম’ মেশিন?

মিষ্টির দোকানে ভোট মেশিন আইভিএম হুলুস্থূল হাওড়ায়! আগামী ২০ মে ভোট, ভোটের প্রচার প্রায় শেষ লগ্নে। কয়েক মাস জুড়ে বিভিন্ন ভাবে প্রচার রাজনৈতিক দলগুলির, কয়েক মাস আগে দেওয়াল লিখন থেকে শুরু করে সোশ্যাল মাধ্যম, পথ নাটক, পথ সভা থেকে আরও নানা ভাবে প্রচার। যত ভোটের দিন এগিয়ে এসেছে প্রচার আরও জোরদার এবং প্রচারে অভিনবত্ব দেখা গেছে।

লোকসভা নির্বাচনে ভোটের এত উত্তাপ, এর আগে হয়ত দেখা যায়নি জেলায়। গ্রাম থেকে শহর নিশ্চিদ্র ভাবে প্রচারে সমস্ত রাজনৈতিক দল। শেষ মুহূর্তে প্রচারে যখন সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত, সেই মুহূর্তে মিষ্টির দোকানে মিলল ইভিএম মেশিন। কাদের চেষ্টায়, কিভাবে ? এই ভোট মেশিন মিষ্টির দোকানে, তা জানতেই হৈ হৈ কান্ড। ভোট দানের ঠিক আগে সন্দেশখালি নয় বরং সন্দেশের মিষ্টি নিয়ে হইচই হাওড়া উলুবেড়িয়ায়। মিষ্টির স্বাদের মতই মিষ্টি হয়ে উঠুক ভোট দানের পর্ব। হাওড়ায় পঞ্চম দফা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভার নির্বাচনের শেষ লগ্নে শান্তিপূর্ণ ও নির্বাচনের মিষ্টিত্ব বজায় ও বার্তা দিতে এবার সন্দেশকেই হাতিয়ার করল উলুবেড়িয়ার এক মিষ্টি বিক্রেতা।