Lok Sabha Elections 2024: অসীমা-লকেট গোলমালে উত্তপ্ত ধনেখালি, একে অপরকে ‘চোর’ স্লোগান, তুলকালাম

ধনেখালি: ধনেখালিতে কয়েক হাতের মধ্যে দাঁড়িয়ে বচসায় জড়িয়ে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র৷ কখনও গাড়ির দু’পাশে দাঁড়িয়ে বচসায় জড়িয়ে পড়লেন তাঁরা, কখনও মাঝে কেন্দ্রীয় বাহিনীকে রেখে স্লোগান পাল্টা-স্লোগান দিলেন দু-পক্ষের সমর্থক থেকে নেত্রীরা ভিড়, ঠেলাঠেলিতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল৷

ধনেখালির একটি বুথে ঢুকতে গিয়েছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, সেখানেই তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েন লকেট৷ উল্লেখ্য, এই বুথের পাশেই অসিমা পাত্রের বাড়িতে৷ সেখানেই গোলমাল বাঁধে৷ তীব্র চেঁচামেচিতে উত্তাপ বাড়ে এলাকায়৷ ঘটার সময় একে অপরকে ‘চোর’ বলে আক্রমণ করতে থাকেন দু’জনে৷ উত্তেজনা প্রশমিত করতে সমর্থকদের দূরে সরিয়ে দিতেও দেখা যায় অসীমা পাত্রকে৷ প্রায় ১৫ মিনিট ধরে গোলমাল চলার পর ঘটনাস্থলে আসে বিশাল বাহিনী৷

উল্লেখ্য, হুগলির নির্বাচনে এ দিন সকাল থেকেই নানা কারণে গোলমাল বাঁধে৷ ধনেখালি ২ ব্লকের বোসো প্রাথমিক বিদ্যালয়ে সমস্যা তৈরি হয়৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, ওই বুথে ভোটার সহায়তা কেন্দ্রের নামে আশাকর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল৷ এক আশা কর্মীকে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ সহ হাতে নাতে ধরেও ফেলেন লকেট৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছিল৷