চিমনি

Summer Vacation Trip: প্রকৃতি-ইতিহাস হাতছানি দেয় পাহাড়ি এই হ্যামলেটে! গরমের ছুটির এটাই হোক পারফেক্ট ডেস্টিনেশন

*কার্শিয়াং থেকে মাত্র ৮ কিমি দূরে মনভাল-করা পাহাড়ি গ্রাম চিমনি। আকাশছোঁয়া অ্যাল্পাইন বন, চারপাশে হিমালয়ের প্রাচীর-ঘেরা এই চিমনি গ্রাম ঐতিহাসিক নিদর্শনের জন্য প্রসিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশদের আস্তানা ছিল। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*কার্শিয়াং থেকে মাত্র ৮ কিমি দূরে মনভাল-করা পাহাড়ি গ্রাম চিমনি। আকাশছোঁয়া অ্যাল্পাইন বন, চারপাশে হিমালয়ের প্রাচীর-ঘেরা এই চিমনি গ্রাম ঐতিহাসিক নিদর্শনের জন্য প্রসিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশদের আস্তানা ছিল। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*৭,১৫০ ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে। যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। শোনা যায়, সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা। সংগৃহীত ছবি।
*৭,১৫০ ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে। যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। শোনা যায়, সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা। সংগৃহীত ছবি।
*রাত কাটাতেন এই গ্রামেই। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ বছরেরও পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র। এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন। সংগৃহীত ছবি।
*রাত কাটাতেন এই গ্রামেই। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ বছরেরও পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র। এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন। সংগৃহীত ছবি।
*লাল রঙের বিশাল চিমনি, চারপাশে সবুজ বন, অগুন্তি পাখি, কাঞ্চনজঙ্ঘার চূড়ার শ্বাসরুদ্ধকর দৃশ্য, বিস্তীর্ণ চা বাগানের মনমুগ্ধকর দৃশ্য। মাঝে মাঝেই মেঘের চাদরে ঢেকে যায় এই জায়গা। একবার এলে আর মন চাইবে না এই গ্রাম ছেড়ে যেতে। সংগৃহীত ছবি।
*লাল রঙের বিশাল চিমনি, চারপাশে সবুজ বন, অগুন্তি পাখি, কাঞ্চনজঙ্ঘার চূড়ার শ্বাসরুদ্ধকর দৃশ্য, বিস্তীর্ণ চা বাগানের মনমুগ্ধকর দৃশ্য। মাঝে মাঝেই মেঘের চাদরে ঢেকে যায় এই জায়গা। একবার এলে আর মন চাইবে না এই গ্রাম ছেড়ে যেতে। সংগৃহীত ছবি।
*এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন কাছেই বাগোরা গ্রাম, চটকপুর, ডাওহিল ডিয়ার পার্ক, নেতাজি সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম, মাকাবাড়ি, আম্বোটিয়া, ক্যাসেলটন এবং গোমতী। সংগৃহীত ছবি।
*এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন কাছেই বাগোরা গ্রাম, চটকপুর, ডাওহিল ডিয়ার পার্ক, নেতাজি সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম, মাকাবাড়ি, আম্বোটিয়া, ক্যাসেলটন এবং গোমতী। সংগৃহীত ছবি।
*ধর্মীয় দর্শনীয় স্থান যেমন সেন্ট পলস চার্চ, জুমা মসজিদ, বৌদ্ধ গোম্পা, গিদ্দা পাহাড় দুর্গা মাতা মন্দির, জগদীশ মন্দির এবং আম্বোটিয়া শিব মন্দির। সংগৃহীত ছবি।
*ধর্মীয় দর্শনীয় স্থান যেমন সেন্ট পলস চার্চ, জুমা মসজিদ, বৌদ্ধ গোম্পা, গিদ্দা পাহাড় দুর্গা মাতা মন্দির, জগদীশ মন্দির এবং আম্বোটিয়া শিব মন্দির। সংগৃহীত ছবি।
*কলকাতা থেকে আগত পর্যটক দীপান্বিতা ভট্টাচার্য বলেন, 'আমি প্রথমবার এখানে এলাম। খুবই সুন্দর জায়গা। কলকাতায় যা গরম সেই তুলনায় এখানে ঠান্ডা আবহওয়ায় দারুন উপভোগ করছি। অন্যদিকে, ছেলের স্কুলের ছুটি পড়তেই ঘুরতে বেড়িয়েছেন মিঠুদেবী। তিনি বলেন, ' প্রতিবার এই সময় ঘুরতে যাওয়া হয়। তবে এই জায়গাটিতে এসে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মাঝে মাঝে রোদ উঠছে। মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে গোটা জায়গা। দারুন লাগছে।' সংগৃহীত ছবি।
*কলকাতা থেকে আগত পর্যটক দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘আমি প্রথমবার এখানে এলাম। খুবই সুন্দর জায়গা। কলকাতায় যা গরম সেই তুলনায় এখানে ঠান্ডা আবহওয়ায় দারুন উপভোগ করছি। অন্যদিকে, ছেলের স্কুলের ছুটি পড়তেই ঘুরতে বেড়িয়েছেন মিঠুদেবী। তিনি বলেন, ‘ প্রতিবার এই সময় ঘুরতে যাওয়া হয়। তবে এই জায়গাটিতে এসে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মাঝে মাঝে রোদ উঠছে। মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে গোটা জায়গা। দারুন লাগছে।’ সংগৃহীত ছবি।
*কিভাবে যাবেন? এনজেপি পৌঁছে, বা বাগডোগড়া বিমানবন্দরে নেমে কার্শিয়াং যাওয়ার গাড়ি নিতে হবে। সেখান থেকেই পৌঁছে যাওয়া যাবে চিমনি গ্রামে। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে বাইকেও যেতে পারেন। সংগৃহীত ছবি।
*কিভাবে যাবেন? এনজেপি পৌঁছে, বা বাগডোগড়া বিমানবন্দরে নেমে কার্শিয়াং যাওয়ার গাড়ি নিতে হবে। সেখান থেকেই পৌঁছে যাওয়া যাবে চিমনি গ্রামে। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে বাইকেও যেতে পারেন। সংগৃহীত ছবি।
*কোথায় থাকবেন? কোথায় থাকবেন? চিমনি, একটি অফবিট গন্তব্য এবং পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে। থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা সহ, পরিষ্কার-পরিচ্ছন্ন। সংগৃহীত ছবি।
*কোথায় থাকবেন? কোথায় থাকবেন? চিমনি, একটি অফবিট গন্তব্য এবং পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে। থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা সহ, পরিষ্কার-পরিচ্ছন্ন। সংগৃহীত ছবি।