আঙুল ছাড়া মানুষের কোন অঙ্গের ছাপ সবার আলাদা?

Knowledge Story: ৯৯% মানুষই উত্তর দিতে হোঁচট খান! আঙুল ছাড়া মানুষের কোন অঙ্গের ছাপ সবার আলাদা?

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। আঙুল ছাড়াও মানুষের শরীরে আরও একটা অঙ্গ রয়েছে যার ছাপ বিশ্বের প্রতিটি মানুষের আলাদা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু অনেককেই হিমসিম খেতে হয়েছে।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। আঙুল ছাড়াও মানুষের শরীরে আরও একটা অঙ্গ রয়েছে যার ছাপ বিশ্বের প্রতিটি মানুষের আলাদা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু অনেককেই হিমসিম খেতে হয়েছে।
আর সেই অঙ্গ দেখতে লম্বাটে ও সবসময় ঢাকা থাকে। আর সেই অঙ্গের নাম হল জিভ। বিশ্বের প্রতিটি মানুষের জিভের ছাপ আলাদা।
আর সেই অঙ্গ দেখতে লম্বাটে ও সবসময় ঢাকা থাকে। আর সেই অঙ্গের নাম হল জিভ। বিশ্বের প্রতিটি মানুষের জিভের ছাপ আলাদা।
গবেষকদের মতে,একটি জিভের ছাপ নেওয়ার জন্য দুটি প্রধান বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। প্রথমে জিভের আকৃতি। আমাদের জিভের উপরের অংশের একটি অনন্য জ্যামিতিক আকৃতি রয়েছে। কারও দীর্ঘ ও কারও আবার ছোট বা মাঝারি।
গবেষকদের মতে,একটি জিভের ছাপ নেওয়ার জন্য দুটি প্রধান বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। প্রথমে জিভের আকৃতি। আমাদের জিভের উপরের অংশের একটি অনন্য জ্যামিতিক আকৃতি রয়েছে। কারও দীর্ঘ ও কারও আবার ছোট বা মাঝারি।
দ্বিতীয় যে ফ্যাক্টরটি বিশেষজ্ঞরা বলছেন তা হল, করা হয় তা হল জিহ্বার শারীরবৃত্তীয় গঠন। আপনার জিহ্বায় বেশ কয়েকটি শিলা, বলি, সিম এবং চিহ্ন রয়েছে যা আঙ্গুলের ছাপের মতোই সবার আলাদা।
দ্বিতীয় যে ফ্যাক্টরটি বিশেষজ্ঞরা বলছেন তা হল, করা হয় তা হল জিহ্বার শারীরবৃত্তীয় গঠন। আপনার জিহ্বায় বেশ কয়েকটি শিলা, বলি, সিম এবং চিহ্ন রয়েছে যা আঙ্গুলের ছাপের মতোই সবার আলাদা।