প্রতিবছর, পূর্ব রেল যাত্রী পরিবহনের উত্থান সামলাতে এবং সমস্ত যাত্রীর জন্য সুবিধাজনক ও আরামদায়ক যাত্রার সুযোগ নিশ্চিত করতে পূজা স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ গ্রহণ করে। আসন্ন দুর্গাপূজা, দীপাবলি এবং ছট পূজার সময় যাত্রার উল্লেখযোগ্য চাহিদা উপলব্ধি করে, পূর্ব রেল শিয়ালদহ ও জয়নগর এবং কলকাতা ও পটনার মধ্যে দুটি পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। যার ফলে ৩১,২০০টি বার্থ উৎপন্ন হবে।

Indian Railways: ১০০ ছাড়াচ্ছে ওয়েটিং লিস্ট…! গরমের ছুটি পড়তেই টিকিটের চাহিদা তুঙ্গে ‘এই’ রুটে! দেখে নিন তালিকা

আগামী ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি, যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি। পর্যটনপ্রেমী বাঙালি এই সুযোগটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না।
আগামী ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি, যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি। পর্যটনপ্রেমী বাঙালি এই সুযোগটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না।
বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে, তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমাণ টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়। প্রতীকী ছবি
বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে, তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমাণ টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়। প্রতীকী ছবি
১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২.০৫.২০২৪ এবং ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে, ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।  পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া -পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ২৪.০৫.২০২৪ তারিখে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে।
১২৩৪৩ শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২.০৫.২০২৪ এবং ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে, ২২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।  পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া -পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ২৪.০৫.২০২৪ তারিখে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে।
একদিকে রাজ্যে যেমন এখনও দুই দফায় নির্বাচন বাকি আছে। আবার বেশ কয়েক দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গেছে৷ সাধারণত এই সময়ে গরমের থেকে রেহাই পেতে মানুষ বেড়াতে যান।
একদিকে রাজ্যে যেমন এখনও দুই দফায় নির্বাচন বাকি আছে। আবার বেশ কয়েক দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গেছে৷ সাধারণত এই সময়ে গরমের থেকে রেহাই পেতে মানুষ বেড়াতে যান।
এর একটা বড় অংশ পাহাড় বা ডুয়ার্সে যাত্রা করেন৷ আর বর্তমানে যেভাবে অফবিট জায়গার সংখ্যা ক্রমশ বাড়ছে উত্তরের জেলাজুড়ে তাতে সেদিকেই বড় অংশের লক্ষ্য থাকে৷ তবে সমুদ্র ভালোবাসার সংখ্যা কম নয়।
এর একটা বড় অংশ পাহাড় বা ডুয়ার্সে যাত্রা করেন৷ আর বর্তমানে যেভাবে অফবিট জায়গার সংখ্যা ক্রমশ বাড়ছে উত্তরের জেলাজুড়ে তাতে সেদিকেই বড় অংশের লক্ষ্য থাকে৷ তবে সমুদ্র ভালোবাসার সংখ্যা কম নয়।
বাঙালির প্রিয় দিঘা বা পুরীতে যাতায়াতের জন্য মানুষের আগ্রহ রয়েছে। তাই এই সামার স্পেশালগুলিতে পূর্ব রেল দিঘা-পুরী-দার্জিলিং সব রুট রেখেছে। এখন যেহেতু পুরী বা শিলিগুড়ি বন্দেভারত এক্সপ্রেসে যাওয়া যায় তাই অনেকেই এই ট্রেন বেছে নেন।
বাঙালির প্রিয় দিঘা বা পুরীতে যাতায়াতের জন্য মানুষের আগ্রহ রয়েছে। তাই এই সামার স্পেশালগুলিতে পূর্ব রেল দিঘা-পুরী-দার্জিলিং সব রুট রেখেছে। এখন যেহেতু পুরী বা শিলিগুড়ি বন্দেভারত এক্সপ্রেসে যাওয়া যায় তাই অনেকেই এই ট্রেন বেছে নেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে অনুরোধ, আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার টিকিট বুক করুন আর ঘুরে আসুন আপনার পছন্দমতো জায়গা থেকে। পূর্বরেল সবসময় আপনাদের পাশে আছে। তবে স্পেশাল ট্রেন সময়ে চলাচল নিয়ে অনেক যাত্রী প্রশ্ন তোলেন। রেলের দাবি সময় মেনেই ট্রেন চলবে৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে অনুরোধ, আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার টিকিট বুক করুন আর ঘুরে আসুন আপনার পছন্দমতো জায়গা থেকে। পূর্বরেল সবসময় আপনাদের পাশে আছে। তবে স্পেশাল ট্রেন সময়ে চলাচল নিয়ে অনেক যাত্রী প্রশ্ন তোলেন। রেলের দাবি সময় মেনেই ট্রেন চলবে৷