শূন্য ঝুলছে বট গাছ

Environment: আস্ত বট গাছ তুলে বসানো হল অন্য জায়গায়! পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন মালদহের

পরিবেশ রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করল মালদহ। এর আগে কখনও এমনটা হয়নি উত্তরবঙ্গে। এমনকি গোটা রাজ্য তথা দেশ জুড়েও তেমন ভাবে করা হয় না পরিবেশ রক্ষায় এই কাজ। নিয়মিত এই ধরনের কাজ হলে পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা পাবে। এমনকি গাছের রক্ষাও হবে।

এত দিন দেখা গিয়েছে মানুষ তার প্রয়োজনে গাছ কেটে ফেলেছে। পরিবর্তে গাছের চারা রোপন করা হয়েছে। কিন্তু এবার একেবারেই উল্টো পথ দেখাল মালদহের একদল পরিবেশ প্রেমী। রাস্তার সম্প্রসারণের জন্য পূর্ত দফতর থেকে প্রায় ১৫ টি বড় বড় গাছ কেটে ফেলার পরিকল্পনা করে। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় রাস্ত সম্প্রসারণের জন্য দুই ধারের বড় বড় প্রাপ্ত বয়স্ক গাছগুলি কাটতে উদ্যোগী হয় প্রশাসন।‌ এতগুলো গাছ কাটার প্রতিবাদ জানায় মালদহের একাধিক পরিবেশ রক্ষা সংগঠন। তাঁরা দাবি তুলেন গাছগুলোর প্রতিস্থাপন করার। পরিবেশ কর্মীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সরে দাঁড়ায় প্রশাসন।