আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।

Phalaharini Amavasya Rituals 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, কিছু মৌরিদানা দিয়ে করুন এই কাজ! অভাব কেটে অর্থলাভ! হাতের মুঠোয় সাফল্য

আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।
আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।

 

ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।
ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।

 

এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।
এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।

 

বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।
বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।

 

বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।
বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।

 

এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।
এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।

 

এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।
এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।