বাগান 

Gardening Tips: তীব্র গরমে গাছ শুকিয়ে যাচ্ছে? এই বিরাট ভুলটি করছেন না তো? জানুন কী বলছেন বিশেষজ্ঞ

পূর্ব বর্ধমান: গাছ প্রেমী অথবা বাগান প্রেমী রয়েছেন অনেকেই। বহু মানুষ আছেন যারা গাছ ভালবাসেন। গাছের নেশা অথবা গাছের প্রতি ভালোবাসা থাকার কারণে অনেকে বিভিন্ন সময় , বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে থাকেন। আবার এমনও অনেকে আছেন যারা বাড়িতেই গাছেরপরিচর্যা করেন। বাড়িতে জায়গা না থাকার কারণে অনেকেই ছোট জায়গার মধ্যে গাছ লাগিয়ে সেগুলির পরিচর্যা করে থাকেন।

কিন্তু এই তীব্র গরমের কারণে নাজেহাল হয়ে উঠতে হচ্ছে সকলকেই। সেরকমই তীব্র রোদ, গরমে গাছও নষ্ট হয়ে যাচ্ছে। গাছের পরিচর্যা করেও গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এইমত পরিস্থিতিতে হয়ত অনেকেই বেশ কিছুটা চিন্তায় রয়েছেন। গাছ প্রেমীরা হয়ত ভাবছেন যে এই পরিস্থিতিতে ঠিক কী করা দরকার।

আরও পড়ুন: থরেথরে চর্বি পিঠে…? ঝুলে পড়েছে তলপেট…? ৫ ব্রক্ষ্মাস্ত্রেই ভ্যানিশ! ওজন কমবে ঝড়ের গতিতে! জানুন এখনই

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার এক অভিজ্ঞ নার্সারি ম্যান দেবেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে দিনু দাদু জানান, “গাছের প্রতি প্রত্যেকেরই যত্ন নেওয়া প্রয়োজন। এই তীব্র রোদের জন্য গাছের অনেক ক্ষতি হচ্ছে। এই প্রখর উত্তাপে এখন ছাদের মধ্যে গাছ লাগানো বা ছাদ বাগান না করায় ভাল। তবে যদি ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই ছাউনি করা প্রয়োজন। ছাউনি থাকলে প্রখর রোদের হাত থেকে নিস্তার পাবে গাছ। ছোট শিশুকে যে ভাবে দেখাশোনা করা হয়, ঠিক সেভাবেই গাছের পরিচর্যা করতে হবে। আর এই প্রখর রোদে সকালে গাছে জল দিলে হবে না। সকালে গাছে জল না দিয়ে যদি গোধূলি বেলায় গাছে জল দেওয়া হয় তাহলে গাছ অনেক ভাল থাকবে।”

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি…! ঘণ্টা দুয়েকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল কাঁপাবে দক্ষিণের ৫ জেলা! ভিজবে কলকাতাও? বিরাট সতর্কতা আলিপুরের

এছাড়াও এই বিষয়ে দিনু দাদু আরও জানিয়েছেন, আমরা যেমন নিজেদের ভালোবাসি ঠিক সেরকমভাবেই পুরো উদ্ভিদ জগৎকে আমাদের ভালবাসতে হবে। গাছের প্রতি যত্ন নিলে তবেই গাছ ভাল রাখা সম্ভব। তবে বিশেষ করে তীব্র গরমের সময় গাছের প্রতি বিশেষ ভাবে যত্ন নেওয়া প্রয়োজন।

বনোয়ারীলাল চৌধুরী