Gautam Gambhir and Team India Coach: রাহুল দ্রাবিড়কে টাটা বাইবাই করার সময় এসে গেছে৷ ভারতীয় কোচ কে হতে পারেন রোজই বিভিন্ন সম্ভাব্য নাম ভেসে আসছে৷ আজ এই ভারী নাম তো কাল ওই বড় নাম৷ কিন্তু এগিয়ে কার কার নাম, অর্থাৎ বোর্ড কাকে চাইছে পরবর্তী কোচ হিসেবে৷ বোর্ডের সূত্র মারফত সামনে এল এই বড় তথ্য৷ Photo- File

Gautam Gambhir and Team India Coach: ভারতীয় কোচের দৌড়ে সবচেয়ে এগিয়ে গম্ভীর, তবে কোহলির সঙ্গে সম্পর্ক যে তেঁতো, বোর্ডের ভিতরের গোপন খবর সামনে

Gautam Gambhir and Team India Coach: রাহুল দ্রাবিড়কে টাটা বাইবাই করার সময় এসে গেছে৷ ভারতীয় কোচ কে হতে পারেন রোজই বিভিন্ন সম্ভাব্য নাম ভেসে আসছে৷ আজ এই ভারী নাম তো কাল ওই বড় নাম৷ কিন্তু এগিয়ে কার কার নাম, অর্থাৎ বোর্ড কাকে চাইছে পরবর্তী কোচ হিসেবে৷ বোর্ডের সূত্র মারফত সামনে এল এই বড় তথ্য৷ Photo- File
Gautam Gambhir and Team India Coach: রাহুল দ্রাবিড়কে টাটা বাইবাই করার সময় এসে গেছে৷ ভারতীয় কোচ কে হতে পারেন রোজই বিভিন্ন সম্ভাব্য নাম ভেসে আসছে৷ আজ এই ভারী নাম তো কাল ওই বড় নাম৷ কিন্তু এগিয়ে কার কার নাম, অর্থাৎ বোর্ড কাকে চাইছে পরবর্তী কোচ হিসেবে৷ বোর্ডের সূত্র মারফত সামনে এল এই বড় তথ্য৷ Photo- File
রাহুল দ্রাবিড়কে সরানোর বিষয়ে একদম প্রথম সারিতে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর৷ কেকেআর মেন্টরকে এই মুহূর্তে কাজ করা থেকে বিরত করে নিয়ে ভারতীয় দলে নিয়ে আসতে চায়৷ Photo- File
রাহুল দ্রাবিড়কে সরানোর বিষয়ে একদম প্রথম সারিতে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর৷ কেকেআর মেন্টরকে এই মুহূর্তে কাজ করা থেকে বিরত করে নিয়ে ভারতীয় দলে নিয়ে আসতে চায়৷ Photo- File
গম্ভীর ছাড়াও তিনটি প্রিমিয়ার লিগের কোচও রয়েছেন৷ স্টিফেন ফ্লেমিং (সিএসকে), জাস্টিন ল্যাঙ্গার (এলএসজি), মাহেলা জয়াবর্ধনে (মুম্বই ইন্ডিয়ানের ডিরেক্টর) এই মুহূর্তে এই প্রবল হেভিওয়েট কোচেরা সকলেই চাইছেন ভারতীয় দলের মেগা দায়িত্ব মাথায় নিতে৷ Photo- File
গম্ভীর ছাড়াও তিনটি প্রিমিয়ার লিগের কোচও রয়েছেন৷ স্টিফেন ফ্লেমিং (সিএসকে), জাস্টিন ল্যাঙ্গার (এলএসজি), মাহেলা জয়াবর্ধনে (মুম্বই ইন্ডিয়ানের ডিরেক্টর) এই মুহূর্তে এই প্রবল হেভিওয়েট কোচেরা সকলেই চাইছেন ভারতীয় দলের মেগা দায়িত্ব মাথায় নিতে৷ Photo- File
এছাড়াও বিসিসিআই অপারেশনস গুজরাত টাইটান্সের কোচ আশিষ নেহরার দিকেও অ্যাপ্রোচ করেছেন৷ তিনি ভারতীয় দলের প্রাক্তন বোলার৷ কিন্তু আশিষ নেহরা এই মুহূর্তে কোনও ফুল টাইম চাকরি করতে চাইছেন না৷ নিজের এই মত তিনি বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন৷ Photo- File
এছাড়াও বিসিসিআই অপারেশনস গুজরাত টাইটান্সের কোচ আশিষ নেহরার দিকেও অ্যাপ্রোচ করেছেন৷ তিনি ভারতীয় দলের প্রাক্তন বোলার৷ কিন্তু আশিষ নেহরা এই মুহূর্তে কোনও ফুল টাইম চাকরি করতে চাইছেন না৷ নিজের এই মত তিনি বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন৷ Photo- File
নতুন যে কোচ আসবেন তিনি ১০ মাস সময় দলের সঙ্গে কাজ করবেন পাশাপাশি ২০২৭ পর্যন্ত তাঁর দায়িত্বভার থাকবে৷ এদিকে ভারতীয় বোর্ড সবচেয়ে বেশি পছন্দের সিভি নাকি বেছে নিয়েছে৷ একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুসারে সবচেয়ে পছন্দের কোচ হতে পারেন গৌতম গম্ভীর৷ আইপিএল প্লে অফে জিতে এই মুহূর্তে ফাইনালে পৌঁছে গেছে কেকেআর৷ আর তার মেন্টরকেই বিসিসিআই ভারতীয় পুরুষ দলের কোচ হিসেবে চাইছে৷ Photo- File
নতুন যে কোচ আসবেন তিনি ১০ মাস সময় দলের সঙ্গে কাজ করবেন পাশাপাশি ২০২৭ পর্যন্ত তাঁর দায়িত্বভার থাকবে৷ এদিকে ভারতীয় বোর্ড সবচেয়ে বেশি পছন্দের সিভি নাকি বেছে নিয়েছে৷ একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুসারে সবচেয়ে পছন্দের কোচ হতে পারেন গৌতম গম্ভীর৷ আইপিএল প্লে অফে জিতে এই মুহূর্তে ফাইনালে পৌঁছে গেছে কেকেআর৷ আর তার মেন্টরকেই বিসিসিআই ভারতীয় পুরুষ দলের কোচ হিসেবে চাইছে৷ Photo- File
আইপিএলের দুবারের চ্যাম্পিয়ন কেকেআরের এবারের উত্থানের নেপথ্য কারিগর গৌতম গম্ভীরই৷ রিপোর্টে দাবি করা হয়েছে, ‘যাঁরা সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন তাঁদের অনেকের সঙ্গেই কথা বলেছে বিসিসিআই৷ তবে এর মধ্যে গৌতম গম্ভীরকে নিয়েই সবচেয়ে বেশি আশাবাদী বোর্ড৷ এমনকি আইপিএল চলাকালীন আহমেদাবাদে তাঁর সঙ্গে কথাও বলে নিতে চলেছে৷ Photo- File
আইপিএলের দুবারের চ্যাম্পিয়ন কেকেআরের এবারের উত্থানের নেপথ্য কারিগর গৌতম গম্ভীরই৷ রিপোর্টে দাবি করা হয়েছে, ‘যাঁরা সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন তাঁদের অনেকের সঙ্গেই কথা বলেছে বিসিসিআই৷ তবে এর মধ্যে গৌতম গম্ভীরকে নিয়েই সবচেয়ে বেশি আশাবাদী বোর্ড৷ এমনকি আইপিএল চলাকালীন আহমেদাবাদে তাঁর সঙ্গে কথাও বলে নিতে চলেছে৷ Photo- File
বিরাট কোহলি-র সহ ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা সকলেই নাকি যোগাযোগ রেখে চলেছেন কেকেআর মেন্টরের সঙ্গে৷ এমনকি সবচেয়ে বড় হাঁড়ির খবর কোহলি ও গম্ভীরের যে খারাপ সম্পর্কের ইকুয়েশন সেটাও নাকি এখন সম্পূর্ণ বদলে গেছে৷ Photo- File
বিরাট কোহলি-র সহ ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা সকলেই নাকি যোগাযোগ রেখে চলেছেন কেকেআর মেন্টরের সঙ্গে৷ এমনকি সবচেয়ে বড় হাঁড়ির খবর কোহলি ও গম্ভীরের যে খারাপ সম্পর্কের ইকুয়েশন সেটাও নাকি এখন সম্পূর্ণ বদলে গেছে৷ Photo- File
খবর অনুসারে, ‘‘যা জানা গেছে তাতে গম্ভীর এবং সিনিয়র প্লেয়াররা এই মুহূর্তে খুব ভাল সম্পর্ক রাখেন৷ গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে কথা হয়? এটা নিশ্চিতভাবে জেনে নিন ওঁদের দুজনের সম্পর্ক এখন ভাল৷ এমনকি গতবার আইপিএল ম্যাচ থেকে ওরা দুজন খুবই ভালভাবে মেশেন৷ যদি ওঁদের মধ্যে কোনও ইস্যু এরপরেও থাকে তাহলে কথা বলে নেবেন৷ ’’ Photo- File
খবর অনুসারে, ‘‘যা জানা গেছে তাতে গম্ভীর এবং সিনিয়র প্লেয়াররা এই মুহূর্তে খুব ভাল সম্পর্ক রাখেন৷ গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে কথা হয়? এটা নিশ্চিতভাবে জেনে নিন ওঁদের দুজনের সম্পর্ক এখন ভাল৷ এমনকি গতবার আইপিএল ম্যাচ থেকে ওরা দুজন খুবই ভালভাবে মেশেন৷ যদি ওঁদের মধ্যে কোনও ইস্যু এরপরেও থাকে তাহলে কথা বলে নেবেন৷ ’’ Photo- File