বড় দাবি প্রশান্ত কিশোরের

Prashant Kishor: এবার বিদায় নিচ্ছে BJP? নাকি আরও বড় জয়? ভোটের মাঝেই বিস্ফোরক প্রশান্ত কিশোর

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাঝেই শোরগোল ফেলে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের ফলাফল নিয়ে এবার বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাই বললেন ভোটকুশলী। প্রশান্ত কিশোরের দাবি, ”চলতি লোকসভা নির্বাচনের ফলাফল সেই একঘেয়েই হবে। আবারও দেশে সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ২০১৯ এর ৩০৩ আসনের আশেপাশেই একক ভাবে আসন যাবে বিজেপি। (BJP) ঝুলিতে। তবে এনডিএর আসনসংখ্যা গতবারের তুলনায় বাড়তেও পারে। কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কেউ নেই।”

প্রশান্ত কিশোরের দাবি, ভোট চলাকালীন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনও বড়মাপের জনরোষ না হয় তাহলে বিজেপির জয় আটকানো যাবে না। যদিও আমজনতা মোদি সরকারের কাজে হতাশ। তবুও বিপুল জনাদেশ নিয়েই তৃতীয়বার সরকার গড়বে এনডিএ। দেশের উত্তর ও পশ্চিমে বিজেপির ভোট কমার কোনও সম্ভাবনা নেই। বরং ওড়িশা, তেলেঙ্গানা, বিহার, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির আসন বাড়তে পারে।

আরও পড়ুন: হায় কপাল! যৌনাঙ্গের মধ্যে ওগুলো কী লুকিয়ে মহিলা! দক্ষিণ দিনাজপুর সীমান্তে সবার চক্ষু চড়কগাছ

রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি, প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে মোদী ৩.০ সরকার। শুধু তাই নয়, NDA ফের একবার ক্ষমতায় এলে পেট্রল এবং ডিজেল চলে আসবে GST-র আওতায়। পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তনও হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর। ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদির দলের নানা সমালোচনার দিক তুলে ধরছেন। তবে, ফের একবার বিপুল জনাদেশ নিয়েই যে ক্ষমতায় আসবে বিজেপি, তা নিয়ে একবারে নিশ্চিত প্রশান্ত কিশোর।