দিলীপের রোড শো 

West Medinipur News: দিলীপের রোড শো ঘিরে উন্মাদনা, জুনের হয়ে মেদিনীপুরে গলা ফাটালেন বাবুল সুপ্রিয়

পশ্চিম মেদিনীপুর: হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচন। নির্বাচনের ঠিক ইলেভেনথ আওয়ারে প্রচারে নামলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি নির্বাচনী প্রচার করেন পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। অন্যদিকে মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচার চালালেন বাবুল সুপ্রিয়।

নির্বাচনের প্রাক্কালে প্রতিটি মিনিট গুণছেন সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মানুষের মন জিততে জেলাজুড়ে কখনও নরেন্দ্র মোদি, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়রা সভা, রোড শো করছেন। দুপুরে মেদিনীপুর শহরে রোড শো করেছেন মহাগুরু। এ বার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চকে সভা করলেন বাবুল সুপ্রিয়। মঞ্চ উঠে গাইলেন গান। জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরের বটতলা চকে আসেন বাবুল সুপ্রিয়। বটতলা কালী মন্দিরের পুজো দিয়ে দলীয় প্রার্থীর প্রচারে পথসভা করেন তিনি। প্রয়াত সুষমা স্বরাজের প্রশংসা করেন তিনি। সকলকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ভোটে জেতানোর আহ্বান জানান।

অন্য দিকে হুডখোলা গাড়িতে চেপে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নারায়ণগড় ব্লকের বেলদাতে, বেলদা কালী মন্দির থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল করলেন দিলীপ ঘোষ। হাতে পদ্মফুল নিয়ে সবাইকে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ভোটের আগেই বিভিন্ন জায়গায় সভা, আলোচনা চালিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে নির্বাচনে প্রার্থী হয়েছে অগ্নিমিত্রা পাল। তবে নিজের কেন্দ্রে নির্বাচনের পর পুরানো আসনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন বিদায়ী সাংসদ দিলিপ ঘোষ।তবে প্রচার এবং পাল্টা প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। কে জয়লাভ করে তা বলবে সময়।

রঞ্জন চন্দ