Nandigram Violence: নন্দীগ্রামে মহিলা খুন! ভোটের আগে জ্বলছে আগুন…দিকে দিকে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা: আগামী ২৫ মে তমলুক-কাঁথিতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগেই উত্তপ্ত নন্দীগ্রাম। ভোটের ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুনের অভিযোগ। নিহতের নাম রথীবালা আড়ি। কিন্তু, কী ভাবে খুন? অভিযুক্তই বা কে? সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর৷

বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বলে অভিযোগ। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। বিজেপির দাবি, গত বুধবার রাতে সোনাচূড়ার মনসাবাজার এলাকায় তাঁদের কর্মী, সমর্থকেরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের উপরে চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় এবার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন‍্ধের ডাকও দিয়েছে বিজেপি।

গত বুধবার নন্দীগ্রামে প্রচারসভা সেরে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার পরের দিনই নন্দীগ্রামে উদ্ধার হল মহিলার দেহ৷ এবার দু’টি বিষয়কে এক করে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী৷

শুভেন্দু লিখেছেন, ‘‘গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা।৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথীবালা আড়ি।’’

আরও পড়ুন: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী

পাশাপাশি, এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু দাবি করেন, ‘‘গতকাল নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল।’’

শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ‘‘ভারতীয় জনতা পার্টির শেষ দেখে ছাড়বে। আইনত ভাবে প্রতিশোধ হবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়ে সে পেয়ে যাবে জবাব উপযুক্ত।’’

আরও পড়ুন: বাতিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট…প্রচারমঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক মমতা! বললেন, ‘আমরা এই রায় মানছি না!’

প্রসঙ্গত, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোlokগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একজন মহিলা বিজেপি কর্মীর মৃত্যু ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে যে দাবি বিজেপি করছে, তা যদিও অস্বীকার করেছে তৃণমূল।

আগামী ২৫মে ভোট। আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। দিকে দিকে জ্বলছে বিজেপির বিক্ষোভের আগুন।