মানিক সাহা ও দেবশ্রী চৌধুরী

Tripura CM Manik Saha: দেবশ্রীর হয়ে প্রচারে বাধা মানিক সাহাকে? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ

কলকাতা: কলকাতায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গে বিরোধীদের প্রচার না করতে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূলের পাল্টা কটাক্ষ, ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। তখন মানিক সাহা চুপ ছিলেন কেন?

দলীয় প্রার্থী দেবশ্রী চৌধুরীকে নিয়ে আয়োজিত রোড শোয়ে পুলিশের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানান মানিক সাহা। অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। নির্বাচনের সময় নির্বাচনী প্রচার কি করা যাবে না?’ এই জোরালো প্রশ্ন ছুঁড়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে একটি রোড শোয়ের আয়োজন করা হয়। যথারীতি ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারক হিসেবে প্রার্থী দেবশ্রী চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: উত্তেজনা বাড়াল নন্দীগ্রামের খুন, তমলুকে দেবাংশুর ‘খেলা’ নিয়ে আশায় বুক বাঁধছে তৃণমূল

অভিযোগ, পুলিশ অনুমতির অজুহাত দেখিয়ে হাজরা রোডে সেই নির্বাচনী প্রচার আটকে দেয়। আর এই ঘটনা জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার জেরে পুলিশী ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী-সহ শীর্ষ নেতৃত্ব। ঘটনার নিন্দা ও সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জঙ্গল রাজ কায়েম করার বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী সাহা। তিনি বলেন, ‘এটা কোন জমানায় বাস করছে মানুষ। নির্বাচনের সময় প্রচার করা যাবে না। এটাও কি হয়?’

আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে এর ফলে কী হচ্ছে জানেন? চিকিৎসকের চমকে দেওয়া দাবি

 পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ‘দাম্ভিকতা আর স্বৈরাচারের জ্বলন্ত উদাহরণ বাংলার মাননীয়ার। সকল নির্লজ্জতার সীমানা ছাড়িয়ে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে আয়োজিত রোড শোয়ে দলদাস পুলিশ দিয়ে আটকে দেওয়ার মতো ঘটনা গনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের অপমান ছাড়া কিছুই নয়। এই অবিচার-অত্যাচার বাংলার গনতন্ত্রপ্রিয় জনগন আর সহ্য করবে না, এর জবাব ভোটের মাধ্যমে অবশ্যই দেবেন।’