Weather Update: আম্ফান, ইয়াসের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল!

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার গভীর রাতে নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রিমাল’-এ পরিণত হবে। তার আগেরই বজ্রবিদ‍্যুত্‍-সহ ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

রবিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ৷

দক্ষিণবঙ্গে রিমলের প্রভাবে মূলত পড়বে রবিবার। তবে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ‍্যুত্‍-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জানাল আবহাওয়া দফতর।