Photo Courtesy: ANI

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ! উদ্ধার ১১ সদ্যোজাত

নয়াদিল্লি: শনিবার রাতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল ৷ উদ্ধার করা হয় ১১ সদ্যোজাতকে ৷ দিল্লির বিবেক বিহারের ঘটনা ৷

আরও পড়ুন- মাত্র ৬৬৫ টাকা হাতে নিয়েই কোটি কোটি টাকার ব্যবসার সূচনা! এক গুরুতর অভিযোগে ধূলিসাৎ সেই রাজ্যপাট; ছবির গল্পকেও হার মানাবে এই ধনকুবেরের কাহিনি

ঠিক কী ভাবে আগুন লাগল, তার কারণ অনুসন্ধান চলছে ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে বলে খবর।

শনিবার রাত ১১.৩২ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের ১৬ টি ইঞ্জিন সেখানে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।  শিশু হাসপাতালের মতো জায়গায় এই অগ্নিকাণ্ড ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শিশুদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নিকবর্তী অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷