Tag Archives: Fire

তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, ১২ জনের বেশি দগ্ধ

নয়াদিল্লি: তামিলনাড়ুর শিবাকাশির কাছে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন প্রাণ হারিয়েছেন।

এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বারোজন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। দুর্ঘটনাবশত সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্যাল ট্রেন!

পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশিতে  ওই আতশবাজির কারখানায় আজ (৯ মে) দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খব পেয়েই ঘটনাস্থলে এসে পৌছায় দমকল বাহিনী।

গত বছর অক্টোবর মাসেও তামিলনাড়ুর শিবকাশিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেবার শিবকাশিতে দু’টি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেবার মারা যান কমপক্ষে ১১ জন। মৃতদের মধ্যে ছিলেন ন’জন মহিলা। সেবার বাজির নমুনা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটেছিল বলে জানা গিয়েছিল।

Fire Incident: বিধ্বংসী আগুন! লেলিহান শিখায় পুড়ে ছাই সবকিছু

পশ্চিম মেদিনীপুর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে ওই দুটি দোকানে থাকা লক্ষাধিক টাকার শাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লাগল তা অজানা।

স্থানীয়দের পাশাপাশি দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। তাঁদের থেকে খবর পেয়ে দমকলের ইঞ্জিনও আসে। দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মরশুমের প্রথম বৃষ্টির স্বস্তি পেরিয়ে দুঃসংবাদ, ঝড়ে আম কুড়োতে গিয়ে…

প্রবল গরমের পর সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ। সন্ধে ঘনাতেই ব‌ইতে শুরু করে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টিও নামে। এর সঙ্গে পড়তে থাকে বাজও। এর‌ইমধ্যে রাত ১১ টা নাগাদ ডেবরার মলিহাটি চৌরাস্তা এলাকায় একটি অভিজাত কাপড় দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। জেনারেটর চালিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন সকলে। তবে প্রবল বাতাস ব‌ইতে থাকায় দ্রুত সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটি ইলেকট্রনিক্স দোকানেও আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আশেপাশে কয়েকটি দোকানও এই অগ্নিকাণ্ডের ফলে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রঞ্জন চন্দ

Fire Incident: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল ‘গরম’

পশ্চিম বর্ধমান: তীব্র গরমের মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোল শহরে। মজুত করে রাখা ফ্লাই অ্যাশে আগুন ধরে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলের দিকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন বিকেলে হঠাৎ করে তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও। তারপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই পড়ে যায় আসানসোলের নিউটাউন এলাকায়।

আর‌ও পড়ুন: বৃদ্ধ কিশোরীর কুলফির স্বাদে মজে আট থেকে আশি

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটির পর অভিযোগ উঠেছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারত। যদিও মালিক পক্ষের দাবি, তীব্র গরমের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে আসানসোল দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী হয়েছে। রানিগঞ্জ এলাকায় আগুনের কারণে প্রায় ৪৫ টি দোকান কার্যত পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়াও সেই ঘটনার দু-তিন দিনের মধ্যেই আসানসোলের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়। যার ফলে বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গিয়েছে। তারপর আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

নয়ন ঘোষ

Domkol Fire: ডোমকলে ভয়াবহ অগ্নিকাণ্ড, উনুন থেকে আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি

ডোমকলে ভয়াবহ অগ্নিকাণ্ড। উনুন থেকে আগুন, দাউদাউ করে পুড়তে থাকে গোটা এলাকা, পুড়ে ছাই একাধিক বাড়ি।

Fire Incident: আনন্দ বদলে গেল বিষাদে! বিয়ের আগের রাতে পুড়ে ছাই মণ্ডপ, একটুর জন্য…

হাওড়া: আনন্দের মাঝেই বেজে উঠল বিষাদের সুর। বিয়ে বাড়ির মণ্ডপে কারা যেন আগুন লাগিয়ে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি সাঁকরাইলের। রাতের অন্ধকারে বিয়ের মণ্ডপে আগুন লাগানোর এই ঘটনাটি ঘটে। একটুর জন্য বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কিন্তু গোটা ঘটনায় হকচকিয়ে গিয়েছে বিয়ে বাড়ির সদস্যরা থেকে শুরু করে এলাকাবাসী সকলে।

বিয়ের অনুষ্ঠানের আগেই নির্মিত প্যান্ডেলে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের রঘুদেবাটি মিতালি পাড়ার। সোমবার সকালেই বিয়ের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ায় পুড়ে যায় মণ্ডপ। আগুন লেগে যাওয়ার বিষয়টি নজরে আসতেই সকলে মিলে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার মধ্যেই প্রায় অর্ধেক মণ্ডপ পুড়ে যায়। এই আকস্মিক ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ওই এলাকায় বিয়ে বাড়ির মত অনুষ্ঠানে এমন ঘটনা এর আগে কোনওদিনও ঘটেনি বলে দাবি স্থানীয়দের।

আর‌ও পড়ুন: একটি গাছের হত্যা! রবীন্দ্রনাথের বকুল হত্যায় তদন্তের দাবি

তবে ঠিক কী ঘটেছিল, কী কারণে এমন ভয়াবহ কাণ্ড তা ভেবে কুল পাচ্ছে না পরিবার। এই প্রসঙ্গে পাত্রের বাবা আনসারুল সরদার বলেন, রাত পার হলেই বড় ছেলে রিয়াজউদ্দিন সর্দারের বিয়ে। কিন্তু বিয়ের আগের দিন যা হল তাতে সকলেই আতঙ্কিত। ওই সময় প্যান্ডেল থেকে সকলে বাড়িতে খেতে এসেছিল, না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। পাত্রের বাবা আনসারুল সরদার বলছেন, শত্রুতা নাকি রাজনৈতিক চক্রান্ত বুঝে উঠতে পারছি না। এমন ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

রাকেশ মাইতি

Bhangar Fire: ভাঙড়ে কারখানায় বিধ্বংসী আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

ভাঙড়ে কারখানায় বিধ্বংসী আগুন। দমকল যেতে দেরি করায় পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। জানা যায়, প্লাস্টিকের ট্রে তৈরির কারখানায় আগুন লাগে।

Fire: দাউদাউ আগুনে ভস্মীভূত বাড়ি-পোলট্রির ফার্ম, মারাত্মক অবস্থা ইসলামপুরে 

মুর্শিদাবাদ: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল একটি পোল্ট্রির ফার্ম-সহ একটি বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার টেকা নতুনপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, শনিবার রাতে হঠাৎ করে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায় একটি বাড়িতে। তারপরে সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে একটি পোল্ট্রি ফার্মে লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র আসবাবপত্র পোল্ট্রি ফার্ম-সহ একটি বাড়ি।

আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা

তারপরে ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। এখন বাড়ি ঘর হারিয়ে কোথায় যাবে ক্ষতিগ্রস্থ পরিবার তা নিয়েই চিন্তা। ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য গ্রামবাসীরা সরকারি সাহায্যের আর্জি জানান। যদিও পোলট্রি ফার্মে কোনও মুরগির ছানা ছিল না বলেই জানা গিয়েছে। যার কারণে রক্ষা পেয়েছে বড় ধরনের দুর্ঘটনা।

আরও পড়ুন: তৃতীয় দফা ভোটের আগেই সানস্ট্রোকে মৃত্যু তৃণমূলের শ্রমিক নেতার, দলে শোকের ছায়া

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে একটি পোলট্রির ফার্মে আগুন ধরে যায়। সেই আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশে একটি বাড়ির মধ্যে যত আসবাবপত্র ছিল তা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যার কারণে ক্ষতিগ্রস্থ হয়ে যায় বাড়ির সমস্ত কিছুই। তাঁদের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী অনেক দেরিতে আসার কারণেই বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগান। এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে সম্পূর্ণ ভাবে আগুন নেভায়।

কৌশিক অধিকারী

Car Fire: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নদিয়া: গাঁজা পাচারের সময় জাতীয় সড়কের উপর গাড়িতে লেগে গেল আগুন। শান্তিপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে যাওয়া একটি চার চাকা গাড়ি হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল গাড়িটি। ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় চার চাকা গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুরো আগুনের গ্রাসে চলে যায়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আর‌ও পড়ুন: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল

আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়িটির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়িতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনও তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।

মৈনাক দেবনাথ

Bangla Video: গরমে জঙ্গলে আগুন লাগা ঠেকাতে পথে নামল একদল তরুণ

হাওড়া: পরিবেশ বাঁচাতে পথে নামল একদল তরুণ তুর্কি। সারা বছর ধরে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় নানা কর্মসূচি পালন করছে এরা। এক দিক থেকে স্বস্তির আভাস তো অন্যদিকে হাহাকার, কান্নার সুর ভেসে আসে। বন বিভাগের পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণীদের রক্ষায় প্রতি নিয়ত লেগে রয়েছেন পরিবেশ কর্মীরা।

হাওড়া জেলা নন ফরেস্ট জোন হলেও এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা ফিশিং ক্যাট, গন্ধগোকুল, ভাম খটাস, শেয়াল, সজারু, সাপ, বেঁজি গোসাপ সহ বিভিন্ন প্রাণে যেগুলি তফসিল-১ অন্তর্ভুক্ত তাদের বাসভূমি এই জেলায়। বর্তমানে পরিবেশ নানা কারণে ধ্বংস হচ্ছে। আর তার অন্যতম কারণ দ্রুত গতিতে নগরায়ণ। তবে এই গরমের সময় অত্যন্ত বিপজ্জনক হল বনে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনা। ইতিমধ্যেই জেলাজুড়ে একাধিক আগুন লাগার ঘটনা সামনে এসেছে। এতে যেমন সবুজ ধ্বংস হয়েছে অন্যদিকে বন্যপ্রাণীরা বিপদে পড়ছে। সেইদিক গুরুত্ব রেখেই বন দফতর এবং পরিবেশ কর্মীদের যৌথ উদ্যোগ নেওয়া হল বিশেষ সচেতনতা কর্মসূচি।

আর‌ও পড়ুন: একই টুর্নামেন্টে মাঠে নামল মা ও ছেলে! পায়ের জাদুতে মাত সবাই

কার্বন শোষণকারী খড়ি-হোগলার জমি ধ্বংস করে গড়ে উঠছে কলকারখানা। অন্যদিকে অবশিষ্ট খড়ি হোগলা কাশে উলুবনে জ্বলে উঠছে আগুন। এর প্রভাব যেমন পরিবেশের উপর পড়ছে অন্যদিকে দারুণ ভাবে বিপদের মুখে বন্যপ্রাণীরা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এই ধরনের ঘটনা কম হবে। পরিবেশ এবং বন্যপ্রাণীরা সুরক্ষিত থাকবে। সেইদিক গুরুত্ব রেখে এই সচেতনতার কর্মসূচি।

এই প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক এবং শুভজিৎ মাইতি জানান, হাওড়া জেলা নন ফরেস্ট জোন হলেও এখানে রাজ্য প্রাণী বাগরোল, ভাম, খটাশ, সজারুর মত গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী বসবাস করে। এখানের বনে জঙ্গলে আগুন লাগার প্রবণতা মারাত্মক বিপদের। এই ঘটনা কম করতেই সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি।

রাকেশ মাইতি

Farakka Barrage Fire : ফরাক্কা ব্যারেজের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি! তীব্র গরমে আটকে উত্তর-দক্ষিণবঙ্গগামী বাস-গাড়ি-ট্রেন

মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে হঠাৎই আগুন লাগল পন্যবোঝাই লরিতে। অগ্নিকাণ্ডের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল বেশ কয়েকঘণ্টা। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।

আজ বুধবার সকালে ধুপ কাঠি ও অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ নিয়ে বহরমপুর থেকে মালদহ যাচ্ছিল একটি পন্য বোঝাই গাড়ি। কিন্তু হঠাৎই ৪৮ নম্বর গেটের সামনে এসে লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরাক্কা ব্যারেজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজের ওপর রেল লাইনের বিদ্যুৎ তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে বন্ধ থাকে ট্রেন চলাচল।

আরও পড়ুনঃ এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পন্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। তার কারণ ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে মালদহ হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করতে হয়। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় পরিষেবা। পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। যদিও দমকল আধিকারিকরা জানিয়েছেন, পন্যবাহী গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায়। কী ভাবে আগুন লেগে গেল লরিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কৌশিক অধিকারী