Tag Archives: Delhi Accident

UPSC Aspirant Death: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ছাত্র মৃত্যুর ঘটনা রাজধানীতে ক্ষোভের আঁচ, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের

দিল্লি: দিল্লিতে ইউপিএসসি পড়ুয়ৈাদের মৃত্যুর ঘটনায়, রাজধানীতে গত কয়েকদিন ধরেই ক্ষোভের আঁচ রয়েছে৷ এই ঘটনায় ইউপিএসসি প্রার্থীরা দিল্লির মুখার্জি নগরে এক ইউপিএসসি কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে৷

দিল্লির ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি প্রশাসন৷ বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কোচিং সেন্টার ভেঙে ফেলা হয়েছে৷ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে গড়ে ওঠা অংশগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ভেঙে ফেলা হয়েছে৷

আরও পড়ুন:সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

এবার এই ঘটনায় রাজধানী রীতিমতো ছাত্রদের প্রতিবাদে সরগরম হয়ে উঠল৷ যে প্রতিষ্ঠানে এই দুর্ঘটনাটি ঘটে তার সামনে ইউপিএসসি প্রার্থীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেছে৷

সেই বিক্ষোভ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছে৷ ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজাও ঢুকে পড়েছে৷

UPSC Aspirant Death: হু হু করে ঢুকছে জল, দিল্লির কোচিং সেন্টারের হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে!

নয়াদিল্লি: দিল্লিতে বন্যায় মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠেছেন নেটিজেনরা। প্রবল জলের তোড়ে বেসমেন্টেই সলিল সমাধি হয় তিন মেধাবী আইএএস পরীক্ষার্থীর।

মূল ঘটনা হল, গত শনিবার ভারী বর্ষণে প্লাবিত হয়ে পড়ে দেশের রাজধানী শহর দিল্লি। সেখানের পুরাতন রাজেন্দ্র নগরও জলের তলায় চলে যায়। সেই সময় সেখানেরই এক কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে ছিলেন হতভাগ্য তিন পড়ুয়া। কেরলের নিবিন ডালউইন, উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, এবং তেলেঙ্গানার তানিয়া সোনি। পার্শ্ববর্তী একটি নালা ভেঙে যাওয়াতেই বিপত্তির সূত্রপাত। জলের তোড়ে ভেসে যায় বেসমেন্ট। সেই বীভৎস ঘটনার দৃশ্যই ক্যামেরাবন্দি করে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এক পড়ুয়া। তা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা।
এইরকমই একজন এই ভিডিও-এর তলায় লিখেছেন, “আমি ওইখানেই ছিলাম, বীভৎস ঘটনা। মাত্র ১০ মিনিটে গোটা বেসমেন্টে জল ভরে গেছিল।”

আরও পড়ুন: ৩ পড়ুয়ার মৃত্যুতে শোরগোল! রাজেন্দ্রনগরে বুলডোজার চালিয়ে ভাঙা হল বেআইনি নির্মাণ..

ভিডিও অনুযায়ী, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৬টা ৪০ নাগাদ ডাকা হলেও তাঁরা এসে পোঁছায় রাত ৯টার সময়। ততক্ষণে তিনজন প্রাণ হারিয়ে ফেলেছেন। আরও তিনজন হাসপাতালে ভর্তি। ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেকেই হাঁটুজলে দাঁড়িয়ে। জল বাড়তে বাড়তে একসময়ে তা গোটা বেসমেন্ট ভরিয়ে ফেলে।
এখনও পর্যন্ত ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সংবাদসংস্থা এএনআই-কে ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন আরও জানিয়েছেন পাঁচজন সন্দেহভাজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৭। বেসমেন্টের মালিক এবং যে গাড়িটি বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত করেছে তাঁকেও আটক করেছে দিল্লি পুলিশ।

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ! উদ্ধার ১১ সদ্যোজাত

নয়াদিল্লি: শনিবার রাতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল ৷ উদ্ধার করা হয় ১১ সদ্যোজাতকে ৷ দিল্লির বিবেক বিহারের ঘটনা ৷

আরও পড়ুন- মাত্র ৬৬৫ টাকা হাতে নিয়েই কোটি কোটি টাকার ব্যবসার সূচনা! এক গুরুতর অভিযোগে ধূলিসাৎ সেই রাজ্যপাট; ছবির গল্পকেও হার মানাবে এই ধনকুবেরের কাহিনি

ঠিক কী ভাবে আগুন লাগল, তার কারণ অনুসন্ধান চলছে ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে বলে খবর।

শনিবার রাত ১১.৩২ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের ১৬ টি ইঞ্জিন সেখানে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।  শিশু হাসপাতালের মতো জায়গায় এই অগ্নিকাণ্ড ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শিশুদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নিকবর্তী অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷