KKR vs SRH IPL 2024 Final: আইপিএল ফাইনালে কেকেআরের ৩ বড় চিন্তা! না শোধরালেই বিপদ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ২০২৪-এর প্লেঅফে পৌছেছিল কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে কেকেআর।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ২০২৪-এর প্লেঅফে পৌছেছিল কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে কেকেআর।
রবিবার আইপিএল ফাইনালে শ্রেয়স আইয়ারের দলের সামনে ফের সানরাইজার্স হায়দরাবাদ। মেগা ফাইনালে নামার আগে কেকেআর শিবির আত্মবিশ্বাসী হলেও ৩টি বিষয় চিন্তায় রেখেছে গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতদের।
রবিবার আইপিএল ফাইনালে শ্রেয়স আইয়ারের দলের সামনে ফের সানরাইজার্স হায়দরাবাদ। মেগা ফাইনালে নামার আগে কেকেআর শিবির আত্মবিশ্বাসী হলেও ৩টি বিষয় চিন্তায় রেখেছে গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতদের।
ফাইনালে কেকেআরের অন্যতম বড় সমস্যা হল ওপেনিং। কারণ প্রথম কোয়ালিফায়ারে ফিল সল্টের জায়গায় খেলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হন তিনি। ফাইনালের মত বড় ম্যাচে খুব একটা পরীক্ষীতও নন আফগান তারকা।
ফাইনালে কেকেআরের অন্যতম বড় সমস্যা হল ওপেনিং। কারণ প্রথম কোয়ালিফায়ারে ফিল সল্টের জায়গায় খেলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হন তিনি। ফাইনালের মত বড় ম্যাচে খুব একটা পরীক্ষীতও নন আফগান তারকা।
কেকেআরের অপর চিন্তার কারণ হল বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব। বিশেষ করে নাইটদের পেস অ্যাটাক এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি। কোয়ালিফায়ারে যে আগুনে ফর্মে বোলিং করেছেন স্টার্ক, সেই ফর্ম ধরে রাখলে চাপ কমবে কেকেআরের।
কেকেআরের অপর চিন্তার কারণ হল বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব। বিশেষ করে নাইটদের পেস অ্যাটাক এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি। কোয়ালিফায়ারে যে আগুনে ফর্মে বোলিং করেছেন স্টার্ক, সেই ফর্ম ধরে রাখলে চাপ কমবে কেকেআরের।
কেকেআরের লোয়ার অর্ডার অপরীক্ষীত গোটা প্রতিযোগিতা। গ্রুপ পর্ব থেকেই এবার কেকেআরের ব্যাটিং লাইনে অর্ধেকর বেশি কাজটা করে দিয়ে গিয়েছে ওপেনিং জুটি। নারিন ও সল্ট নাইটদের ইনিংসের ভিত গড়ে দিয়েছে বেশিরভাগ ম্যাচে। যার ফলে লোয়ার অর্ডারে রিঙ্কু, রাসেলরা খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি।
কেকেআরের লোয়ার অর্ডার অপরীক্ষীত গোটা প্রতিযোগিতা। গ্রুপ পর্ব থেকেই এবার কেকেআরের ব্যাটিং লাইনে অর্ধেকর বেশি কাজটা করে দিয়ে গিয়েছে ওপেনিং জুটি। নারিন ও সল্ট নাইটদের ইনিংসের ভিত গড়ে দিয়েছে বেশিরভাগ ম্যাচে। যার ফলে লোয়ার অর্ডারে রিঙ্কু, রাসেলরা খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি।
তবে যেভাবে প্রতিপক্ষকে দুরমুশ করে ফাইনা পৌছেছে কলকাতা নাইট রাইডার্স তাতে ফাইনালের আগে আত্মবিশ্বাসী কেকেআর ব্রিগেড। প্রিয় দলের তৃতীয়বারের ট্রফি জয় দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।
তবে যেভাবে প্রতিপক্ষকে দুরমুশ করে ফাইনা পৌছেছে কলকাতা নাইট রাইডার্স তাতে ফাইনালের আগে আত্মবিশ্বাসী কেকেআর ব্রিগেড। প্রিয় দলের তৃতীয়বারের ট্রফি জয় দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।