গাছ কাটার কাজ চলছে

Cyclone Remal: শুরু রিমলের তাণ্ডব! ভাঙছে গাছ, কুলতলিতে ১১ টি জেসিবি নিয়ে প্রস্তুত প্রশাসন

দক্ষিণ ২৪ পরগনা: রিমল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন জুড়ে। সকাল থেকেই বৃষ্টির সঙ্গে শুরু ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে  ঝড়ের দাপট বেড়েছে। দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও কুলতলি থানার উদ্যোগে ১১ টি জেসিবি-র ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রচুর ট্রি-কাটার ও গাছ কেটে সরাবার জন্য শ্রমিক মোতায়েন রয়েছেন।

ঝড়ে  রাস্তায় গাছ ভেঙে পড়লে বা ইলেকট্রিকের পোস্ট উপড়ে পড়লে যাতে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলা যায়, সেই জন্যই জেসিবি ও ত্রি-কাটার- এর ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও কুলতলী থানার পুলিশ।

ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্নিঝড় রিমল। আগামি ৪ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল। সমুদ্রের পার থেকে ৩০কিমি গভীরে ঘূর্ণিঝড়ের কেন্দ্র।রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাস্তার উপর ভেঙে পড়েছে বিশাল গাছ। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। জেসিবি দিয়ে গাছ সরাবার কাজ শুরু করে দিয়েছে কুলতলী থানার পুলিশ।

সুমন সাহা