ভয়ঙ্কর ঘটনা রেল এবং প্ল্যাটফর্মের মাঝে যাত্রীকে উদ্ধার করল আরপিঅফ 

Howrah News: ভয়ঙ্কর…! আচমকা ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন যাত্রী, তারপর? শিউরে উঠবেন শুনলে!

হাওড়া: রেলে যাতায়াতকারী তিন যাত্রীর প্রাণ বাঁচাল আরপিএফ। ইস্টার্ন রেলওয়ের, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) রেলওয়ে চত্বরে রেল ও প্লাটফর্ম এর মধ্যে পড়ে যাওয়া যাত্রীর প্রাণ বাঁচাল। রেল এবং যাত্রীদের উভয় ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত বা সুরক্ষা দিতে সর্বদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এর মধ্যে এমন কিছু কাজ, যা ভীষণভাবে প্রশংসনীয় হয়ে থাকে। কখনও যাত্রীদের প্ল্যাটফর্ম কোনও সমস্যা অথবা ট্রেনে চড়া বা বিভিন্ন পরিস্থিতিতে রেল ব্যবহারকারীদের সহায়তা করার জন্য তৎপর আরপিএফ।

সেই মতো সাম্প্রতিক RPF কর্মীরা কয়েক দিনে বিভিন্ন রেলওয়ে স্টেশনে ৩ জন যাত্রীকে উদ্ধর করেছে। সঠিক সময়ে আরপিএফের সহযোগিতা না পেলে হয়ত বড়সড় দুর্ঘটনা বা জীবনহানির মত ঘটনাও ঘটতে পারত।

হাওড়া রেলওয়ে স্টেশন, হাওড়া উত্তর পোস্টের RPF আধিকারিকরা একজন পুরুষ যাত্রীর জীবন বাঁচাল নিজেদের জীবন ঝুঁকি নিয়ে। ওই ব্যক্তি প্ল্যাটফর্ম এবং চলন্ত ট্রেনের ফাঁকে পড়ে যান। ট্রেন নং 37369 হাওড়া-আরামবাগ লোকাল এর মাঝে আচমকা পড়ে যান ওই যাত্রী। একই রকম ভাবে, শিয়ালদহ রেলওয়ে স্টেশনর মেন পোস্টের RPF আধিকারিক একজন পুরুষ যাত্রীর জীবন বাঁচায়। যিনি ট্রেন নং 12313 (শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস) চড়ার চেষ্টা করার সময় পিছলে গিয়ে পড়ে যান।

এরকম একাধিক ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে আরপিএফ এর সাহায্যে রেহাই পান রেলযাত্রী। অন্য একটি ঘটনায় বালি রেলওয়ে স্টেশনে রুটিন ডিউটি ​​চলাকালীন, বালি পোস্টের আরপিএফ আধিকারিকরা এক মহিলা যাত্রীকে উদ্ধার করেন। যিনি চলন্ত ট্রেন নং 37338 (তারকেশ্বর-হাওড়া লোকাল) থেকে ডি-বোর্ডিং করার সময় পিছলে পড়ে যান৷ একাধিক ঘটনায় এইভাবে RPF কর্মীরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ফলে বড়সর দূর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রী।

সম্প্রতি এইভাবেই আরপিএফদের সক্রিয় ভূমিকার ফলে তিনটি গুরুতর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এর ফলে পূর্ব রেলওয়ে তার RPF কর্মীদের সাহসিকতার প্রশংসা করে। আরপিএফ-এর দ্রুত নেওয়া পদক্ষেপগুলি মূল্যবান জীবন রক্ষার পাশাপাশি আরপিএফ তাদের প্রতিশ্রুতি মতো মানুষের আরও ভরসা হয়ে উঠছে।

রাকেশ মাইতি