Monsoon Rain Update: Cyclone Remal-র লেজ ধরেই কি মৌসুমী বায়ু ঢুকে যাবে বঙ্গে, বর্ষার বৃষ্টি নিয়ে বড় আপডেট IMD

Monsoon Rain Update: IMD Rain Alert  এল মৌসম বিভাগের থেকে৷ ভারতের আবহাওয়া দফতর থেকে জানা গেছে আগামী ৫ দিনের মধ্যে মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করে যাবে৷ মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করার জন্য অনুকূল আবহাওয়া তৈরি হয়ে রয়েছে৷
Monsoon Rain Update: IMD Rain Alert  এল মৌসম বিভাগের থেকে৷ ভারতের আবহাওয়া দফতর থেকে জানা গেছে আগামী ৫ দিনের মধ্যে মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করে যাবে৷ মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করার জন্য অনুকূল আবহাওয়া তৈরি হয়ে রয়েছে৷
মৌসুমী বায়ুর গতিবৃদ্ধির সম্ভাবনামৌসুমী বায়ুর গতিবেগ নিয়ে আইএমডি জানিয়েছে দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ুর গতি তরান্বিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ু দ্রুত এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷
মৌসুমী বায়ুর গতিবৃদ্ধির সম্ভাবনা
মৌসুমী বায়ুর গতিবেগ নিয়ে আইএমডি জানিয়েছে দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ুর গতি তরান্বিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ু দ্রুত এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷
সাধারণত ১ জুন নাগাদ কেরলে পৌঁছয় মৌসুমী বায়ু৷ এবার তারও আগে কেরলে পৌঁছে যেতে পারে মৌসুমী বায়ু৷ আইএমডি-র পূর্বাভাস অনুসারে ৩০-৩১ মে নাগাদ মৌসুমী বায়ু কেরলে পৌঁছে যাবে৷ কেরলে ইতিমধ্যেই প্রাক মৌসুমী বায়ু বৃষ্টি শুরু হয়ে গেছে৷
সাধারণত ১ জুন নাগাদ কেরলে পৌঁছয় মৌসুমী বায়ু৷ এবার তারও আগে কেরলে পৌঁছে যেতে পারে মৌসুমী বায়ু৷ আইএমডি-র পূর্বাভাস অনুসারে ৩০-৩১ মে নাগাদ মৌসুমী বায়ু কেরলে পৌঁছে যাবে৷ কেরলে ইতিমধ্যেই প্রাক মৌসুমী বায়ু বৃষ্টি শুরু হয়ে গেছে৷
দিল্লি- উত্তরপ্রদেশ -হরিয়ানা-রাজস্থানে কবে থেকে বৃষ্টিকেরলে পৌঁছনোর পরে আগামী ৮-১০ দিনে মৌসুমী বায়ু মুম্বইতে পৌঁছে যেতে পারে৷ ৮-১০ জুন নাগাদ মুম্বইতে মৌসুমী বায়ু পৌঁছয়৷ এবারেও মুম্বইতে সেই সময় নাগাদই পৌঁছবে মৌসুমী বায়ু৷
দিল্লি- উত্তরপ্রদেশ -হরিয়ানা-রাজস্থানে কবে থেকে বৃষ্টি
কেরলে পৌঁছনোর পরে আগামী ৮-১০ দিনে মৌসুমী বায়ু মুম্বইতে পৌঁছে যেতে পারে৷ ৮-১০ জুন নাগাদ মুম্বইতে মৌসুমী বায়ু পৌঁছয়৷ এবারেও মুম্বইতে সেই সময় নাগাদই পৌঁছবে মৌসুমী বায়ু৷
কিন্তু উত্তর ভারত পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছতে এখনও সময় লাগবে৷ ১৫ জুন পর্যন্ত গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে মৌসুমী বায়ু পৌঁছে যাবে৷ ২০ জুন নাগাদ মৌসুমী বায়ু গুজরাত ও মধ্যপ্রদেশে পৌছবে৷
কিন্তু উত্তর ভারত পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছতে এখনও সময় লাগবে৷ ১৫ জুন পর্যন্ত গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে মৌসুমী বায়ু পৌঁছে যাবে৷ ২০ জুন নাগাদ মৌসুমী বায়ু গুজরাত ও মধ্যপ্রদেশে পৌছবে৷
উত্তর ভারতে এর ৩০ দিন অর্থাৎ ১ মাসের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে৷ ফলে তারিখ অনুসারে ২৭ জুন নাগাদ মৌসুমী বায়ু উত্তর ভারতে পৌঁছে যাবে৷
উত্তর ভারতে এর ৩০ দিন অর্থাৎ ১ মাসের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে৷ ফলে তারিখ অনুসারে ২৭ জুন নাগাদ মৌসুমী বায়ু উত্তর ভারতে পৌঁছে যাবে৷