রিমল ল্যান্ডফলের পরেও অস্বস্তি অব্যাহত বন্ধ ফেরি চলাচল

Cyclone Remal: রিমল ল্যান্ডফলের পরেও অস্বস্তি অব্যাহত, বন্ধ হাওড়ার ফেরি চলাচল

হাওড়া: রিমল ল্যান্ডফলের পরেও অস্বস্তি অব্যাহত, বন্ধ ফেরি চলাচল! রিমল আছড়ে পড়ার পরেও, জেলায় মানুষকে অস্বস্তি বারাচ্ছে দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি। ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়ার আগেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ও সোমবার বন্ধ থাকবে ফেরি পরিষেবা। সেই মত পরিবহন দফতরের নির্দেশ মত হুগলি জলপথ পরিবহনে দু’দিন ফেরি পরিষেবা বন্ধ।

আরও পড়ুনঃ গরমের ছুটি শেষে স্কুল খুলছে ৩ জুন, কিন্তু ছাত্রছাত্রীরা কবে থেকে যাবে জানেন? বড় নির্দেশ শিক্ষা দফতরের

কয়েকদিন আগে থেকেই রিমল আছরে পড়ার সতর্কতা জারি করে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের নির্দেশিকায় স্থলপথ, আকাশ পথ ও জলপথ পরিষেবা নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল বন্ধের ফলে দারুন সমস্যা মানুষের। এদিকে ফেরি পরিষেবা ব্যাহত হবার ফলে হাওড়া কলকাতা-হাওড়া, মেদিনীপুর-হাওড়া- মেদিনীপুর, হাওড়া-দক্ষিণ ২৪ পরগনা যোগাযোগ বিচ্ছিন্ন।

এ প্রসঙ্গে হুগলি জলপথ পরিবহন ডাইরেক্টর অজয় দে জানান, ‘ঘূর্ণিঝড় রিমলের কারণে জেলা ১৬টি ঘাটে সেভাবে কোনও কোনও ক্ষয় ক্ষতির খবর নেই।’ জেলা পরিবহন বিভাগের নির্দেশিকা মত রিমল ঘূর্ণিঝড়ের কারণে আপাতত দুই দিন ফেরি পরিষেবা বন্ধ রয়েছে।

রাকেশ মাইতি