স্বাদে গুণে অনন্য লেবুকে বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতীক বলেও ধরা হয়। মনে করা হয় পরিবেশকে পরিষ্কার করে খারাপ এনার্জি বা কুপ্রভাবকে দূর করে।

Lemon Tree at Home Vastu Tips: বাড়ির এই নির্দিষ্ট কোণে রাখুন লেবুগাছ! সংসারে টাকার অভাব থাকবে না! তবে অন্য কোণে রাখলেই চরম বিপদ

স্বাদে গুণে অনন্য লেবুকে বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতীক বলেও ধরা হয়। মনে করা হয় পরিবেশকে পরিষ্কার করে খারাপ এনার্জি বা কুপ্রভাবকে দূর করে।
স্বাদে গুণে অনন্য লেবুকে বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতীক বলেও ধরা হয়। মনে করা হয় পরিবেশকে পরিষ্কার করে খারাপ এনার্জি বা কুপ্রভাবকে দূর করে।

 

লেবুর পাশাপাশি এর গাছও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে লেবুগাছকে সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক বলে মনে করা হয়।
লেবুর পাশাপাশি এর গাছও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে লেবুগাছকে সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক বলে মনে করা হয়।

 

বাড়িতে এই গাছ থাকলে সাফল্য ও আর্থিক সৌভাগ্য আসে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রনাথ শর্মা।
বাড়িতে এই গাছ থাকলে সাফল্য ও আর্থিক সৌভাগ্য আসে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রনাথ শর্মা।

 

বাড়িতে লেবুগাছ থাকলে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় থাকে। কারণ লেবুগাছের থেরাপ্টিক বৈশিষ্ট্য সেরা।
বাড়িতে লেবুগাছ থাকলে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় থাকে। কারণ লেবুগাছের থেরাপ্টিক বৈশিষ্ট্য সেরা।

 

নেগেটিভ শক্তি, কুপ্রভাব এবং বাস্তুদোষ দূর হয় লেবুগাছের সুপ্রভাবে।
নেগেটিভ শক্তি, কুপ্রভাব এবং বাস্তুদোষ দূর হয় লেবুগাছের সুপ্রভাবে।

 

তবে বাড়িতে লেবুগাছ রাখতে হবে নির্দিষ্ট নিয়মে। নয়তো সুপ্রভাব বদলে যাবে কুপ্রভাবে। বাগানে সব সময় দক্ষিণ পশ্চিম দিকে লেবুগাছ পুঁতুন।
তবে বাড়িতে লেবুগাছ রাখতে হবে নির্দিষ্ট নিয়মে। নয়তো সুপ্রভাব বদলে যাবে কুপ্রভাবে। বাগানে সব সময় দক্ষিণ পশ্চিম দিকে লেবুগাছ পুঁতুন।

 

বাড়ির ছাদ বা ব্যালকনিতে লেবুগাছ রাখলেও দক্ষিণ পশ্চিম দিকেই রাখতে হবে।
বাড়ির ছাদ বা ব্যালকনিতে লেবুগাছ রাখলেও দক্ষিণ পশ্চিম দিকেই রাখতে হবে।