দশ নম্বরেই লুকিয়ে অনেক কিছু। মোবাইল নম্বর বলে দিতে পারে আপনার পার্সোনালিটি সম্পর্কে। অবিশ্বাস্য হলেও সত্যি। সংখ্যা তত্ত্ব সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন।

Pocket Friendly 5G Smartphones: পকেট ফ্রেন্ডলি দামে কিনুন ৫জি স্মার্টফোন; এয়ারটেল-জিও-র দুর্দান্ত অফারও মিলবে

এখন ৫জি-র বাজার। দেশের প্রায় সর্বত্র নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে। তাই ৪জি ডিভাইস থেকে ৫জি স্মার্টফোনে আপগ্রেড করার এটাই আদর্শ সময়। ভারতের প্রধান দুই টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও-র বেশ কিছু দুর্দান্ত আনলিমিটেড ৫জি প্ল্যানও রয়েছে। ফলে সোনায় সোহাগা।
এখন ৫জি-র বাজার। দেশের প্রায় সর্বত্র নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে। তাই ৪জি ডিভাইস থেকে ৫জি স্মার্টফোনে আপগ্রেড করার এটাই আদর্শ সময়। ভারতের প্রধান দুই টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও-র বেশ কিছু দুর্দান্ত আনলিমিটেড ৫জি প্ল্যানও রয়েছে। ফলে সোনায় সোহাগা।
৫জি স্মার্টফোনের কি দাম বেশি? একদমই নয়। সাধ্যের মধ্যেই করা যাবে সাধপূরণ। পকেট ফ্রেন্ডলি দামে দৈনন্দিন ব্যবহারের জন্য ৫টি স্মার্টফোনের তালিকা দেওয়া হল এখানে। রইল ফিচার এবং স্পেসিফিকেশনও।
৫জি স্মার্টফোনের কি দাম বেশি? একদমই নয়। সাধ্যের মধ্যেই করা যাবে সাধপূরণ। পকেট ফ্রেন্ডলি দামে দৈনন্দিন ব্যবহারের জন্য ৫টি স্মার্টফোনের তালিকা দেওয়া হল এখানে। রইল ফিচার এবং স্পেসিফিকেশনও।
iQOO Z9x 5G: iQOO Z9x 5G সেরা ৫জি স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। 4 জিবি র‍্যাম এবং 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু। 44W দ্রুত চার্জিং, 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Snapdragon 6 Gen 1 SoC চালিত ডিভাইসটির 120Hz রিফ্রেশ রেট। সঙ্গে 6.72 ইঞ্চির স্ক্রিন।
iQOO Z9x 5G: iQOO Z9x 5G সেরা ৫জি স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। 4 জিবি র‍্যাম এবং 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু। 44W দ্রুত চার্জিং, 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Snapdragon 6 Gen 1 SoC চালিত ডিভাইসটির 120Hz রিফ্রেশ রেট। সঙ্গে 6.72 ইঞ্চির স্ক্রিন।
POCO M6 Pro 5G: POCO M6 Pro 5G সবচেয়ে সস্তার 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি। বর্তমানে এর দাম ৯,৪৯৯ টাকা। বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এতে 128 GB স্টোরেজ রয়েছে। Snapdragon 4 Gen 2 SoC চালিত স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। 22.5W দ্রুত চার্জিং সমর্থন করে। এছাড়াও এটি Android 13-ভিত্তিক MIUI 14-এ চলে।
POCO M6 Pro 5G: POCO M6 Pro 5G সবচেয়ে সস্তার 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি। বর্তমানে এর দাম ৯,৪৯৯ টাকা। বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এতে 128 GB স্টোরেজ রয়েছে। Snapdragon 4 Gen 2 SoC চালিত স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। 22.5W দ্রুত চার্জিং সমর্থন করে। এছাড়াও এটি Android 13-ভিত্তিক MIUI 14-এ চলে।
Lava Storm 5G: মাল্টিটাস্কারদের জন্য Lava Storm 5G দুর্দান্ত ডিভাইস। ১১,৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনটিতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Mediatek Dimensity 6080 SoC চালিত Storm 5G-তে একটি গ্লাস ব্যাক প্যানেলও দেওয়া হয়েছে।
Lava Storm 5G: মাল্টিটাস্কারদের জন্য Lava Storm 5G দুর্দান্ত ডিভাইস। ১১,৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনটিতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Mediatek Dimensity 6080 SoC চালিত Storm 5G-তে একটি গ্লাস ব্যাক প্যানেলও দেওয়া হয়েছে।
Nokia G42 5G: আরেকটি সস্তার ৫জি স্মার্টফোন হল Nokia G42 5G। দাম ৯,৯৯৯ টাকা। Snapdragon 480 Plus SoC চালিত এই স্মার্টফোনে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Nokia G42 5G: আরেকটি সস্তার ৫জি স্মার্টফোন হল Nokia G42 5G। দাম ৯,৯৯৯ টাকা। Snapdragon 480 Plus SoC চালিত এই স্মার্টফোনে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Samsung Galaxy M14 5G: বর্তমানে Samsung-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন এটাই। ইন-হাউস Exynos 1330 প্রসেসর চালিত Galaxy M14 5G-র দাম ১২,৪৯০ টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সঙ্গে 6,000 mAh ব্যাটারি প্যাক।
Samsung Galaxy M14 5G: বর্তমানে Samsung-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন এটাই। ইন-হাউস Exynos 1330 প্রসেসর চালিত Galaxy M14 5G-র দাম ১২,৪৯০ টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সঙ্গে 6,000 mAh ব্যাটারি প্যাক।