বিশাল সাপ উদ্ধার 

‌Jalpaiguri News: থানার মধ্যে এ কী কাণ্ড! ধরা পড়ে যেতেই হাড়হিম হল সকলের… চারদিকে আতঙ্ক

জলপাইগুড়ি: ময়নাগুড়ি থানা থেকে উদ্ধার হল সাপ। মঙ্গলবার সকালে থানার পাখি এবং খরগোশের খাঁচায় ঢুকে পড়ে একটি বিশালাকার দাঁড়াস সাপ। সাপটি একটি গর্তে ঢুকে পড়লে ছোটোছুটি করতে থাকে খরগোশ। এই দৃশ্য দেখার পর ময়নাগুড়ি থানার তরফে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের।

খবর পেয়ে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় ওই বিশালাকার দাঁড়াস সাপটি উদ্ধার করে পরিবেশ সংগঠনের সদস্যরা। এই ঘটনার থানায় উপস্থিত মানুষেরা ভিড় করেন সাপ দেখার জন্য। পরে সাপটি উদ্ধার করে নিয়ে যায় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: মগডালে ঝুলছে ভয়ানক সাপ! আলিপুরদুয়ারের ব্যক্তি যা দেখলেন, বিশ্বাস করতে পারবেন না

আরও পড়ুন: রিমলের প্রভাবে স্বস্তি উত্তরে, পাট-চা চাষে জলের ঘাটতি মেটার আশা

সংগঠনের সদস্য অমল রায় জানান মূলত এই দাঁড়াস সাপটি পূর্ণবয়স্ক এবং প্রায় ছয় ফুট লম্বা। এই সাপের সেরকম কোন বিষ নেই। সাপটি পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মূলত খরগোশের বাচ্চা এবং পাখি খাওয়ার জন্য এই সাপটি ঢুকে পড়েছিল বলে তাদের ধারণা।

সুরজিৎ দে