প্রতীকী ছবি

West Bardhaman News : সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট, ৭ দিনের শিকার ১৫! রাস্তা মেরামতি যেন কাল হয়েছে

অন্ডাল, পশ্চিম বর্ধমান : এলাকার মানুষের সুবিধার জন্য শুরু হয়েছিল রাস্তা মেরামতির কাজ। কিন্তু সেই মেরামতির কাজ যেন কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। অভিযোগ দীর্ঘ ৬ মাস সময় পেরিয়ে গেলেও মেরামতির কাজ এখনও শেষ করা যায়নি। আবার রাস্তা মেরামতি করতে গিয়ে তৈরি হয়েছে কালভার্ট। কিন্তু সেই কালভার্ট হয়ে উঠেছে বিপদজনক, প্রাণঘাতী। সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়ে আছে কালভার্টটি।

জাতীয় সড়কের অন্ডালের কাজোরা মোড় থেকে হরিপুর পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছিল ছ’মাস আগে। কিন্তু সেই রাস্তা এখনও সম্পূর্ণ রূপে তৈরি হয়নি। আবার এই রাস্তাতেই তৈরি হয়েছে একটি কালভার্ট। কিন্তু কালভার্টটি রয়েছে বিপদজনক অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, বিগত ৭ দিনে ১৪ থেকে ১৫ জন এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন। বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।

আরও পড়ুন : সরকারি নিয়ম পাত্তা পায় না এখানে! দিদিমণির মর্জিতেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনওরকম লাভ হয়নি। এমনকি ঠিকাদারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি এই সমস্যার। তাছাড়াও কালভার্টটি যেভাবে বিপদজনক অবস্থায় রয়েছে, সেখানে সতর্কীকরণ বোর্ড থাকা প্রয়োজন ছিল। কিন্তু তেমন কোনও সতর্কতাও এই কালভার্ট এর কাছে দেওয়া নেই। ফলে বাইক চালক, গাড়ি চালকরা চরম সমস্যার মুখে পড়ছেন। এখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

আরও পড়ুন : রোজ সকালে চিবিয়ে খান একটি পাতা, ম্যাজিকের মতো ফল! আজ থেকে খাওয়া শুরু করুন

তাই এলাকাবাসীরা একজোট হয়ে এই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি তুলেছেন, অবিলম্বে এই রাস্তাটির সমস্যা মেটাতে উদ্যোগী হতে হবে। এমনিতেই দীর্ঘ ছয় মাস ধরে সংস্কারের কাজ চলছে রাস্তার। তাই দ্রুত সেই সংস্কারের কাজ শেষ করা হোক। পাশাপাশি বিপদজনক অবস্থায় যে কালভার্টটি রয়েছে, সেদিকে নজর দিয়ে মেরামতের ব্যবস্থা করার দাবি উঠেছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দ্রুত মেরামতের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বড় বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নয়ন ঘোষ