পাহাড়ি গ্রাম

Todey Tangta-Travel: মাত্র ১৫০০ টাকায় থাকা-খাওয়া, সব কিছু! ঘুরে আসুন কালিম্পং-এর শেষ গ্রাম- ‘টোডে-টাংটা’!

ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে দিন দুয়েকের জন্য ঘুরে আসতেই পারেন ভারত- ভুটান সীমান্তের ছোট্ট এই সুন্দর গ্রামটিতে৷ ভাবছেন কোথায়?
ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে দিন দুয়েকের জন্য ঘুরে আসতেই পারেন ভারত- ভুটান সীমান্তের ছোট্ট এই সুন্দর গ্রামটিতে৷ ভাবছেন কোথায়?
আবহাওয়া ভাল থাকলে এখান থেকে হিমালয় পর্বতমালার মনমাতানো দৃশ্য উপভোগ করতে পারবেন।
আবহাওয়া ভাল থাকলে এখান থেকে হিমালয় পর্বতমালার মনমাতানো দৃশ্য উপভোগ করতে পারবেন।
কালিম্পং জেলার শেষ গ্রাম টোডে- টাংটা গ্রাম।যেহেতু এটি ভুটান বর্ডারের কাছে অবস্থিত সেই কারণে এখানে রয়েছে ভারতীয় ও ভুটানি সংস্কৃতির ছোঁয়া।
কালিম্পং জেলার শেষ গ্রাম টোডে- টাংটা গ্রাম।যেহেতু এটি ভুটান বর্ডারের কাছে অবস্থিত সেই কারণে এখানে রয়েছে ভারতীয় ও ভুটানি সংস্কৃতির ছোঁয়া।
এই গ্রামটিকে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশ পথও বলা যায়। ছোট্ট গ্রামটিতে অনেকগুলো পাহাড়ি নদী রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল দাবাইখোলা।এখানকার মানুষ এই নদীর জলকে ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে তাই এর নাম দাবাইখোলা। এছাড়াও চুমং খোলা ও সীমানা খোলা নদীর অপূর্ব শান্ত স্নিগ্ধ পরিবেশ বেশ উপভোগ্য।
এই গ্রামটিকে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশ পথও বলা যায়। ছোট্ট গ্রামটিতে অনেকগুলো পাহাড়ি নদী রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল দাবাইখোলা।এখানকার মানুষ এই নদীর জলকে ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে তাই এর নাম দাবাইখোলা। এছাড়াও চুমং খোলা ও সীমানা খোলা নদীর অপূর্ব শান্ত স্নিগ্ধ পরিবেশ বেশ উপভোগ্য।
এই নদীগুলি সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে আসছে। এই গ্রামটি নেওড়া ভ্যালির কাছে হওয়ার দরুণ ঘন জঙ্গলের সৌন্দর্যটিও খুব ভালভাবে অনুভব করতে পারবেন।
এই নদীগুলি সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে আসছে। এই গ্রামটি নেওড়া ভ্যালির কাছে হওয়ার দরুণ ঘন জঙ্গলের সৌন্দর্যটিও খুব ভালভাবে অনুভব করতে পারবেন।
রবিবার এখানে হাট বসে। যেখানে রংবেরঙের হাতে বানানো জিনিস পাবেন। রয়েছে রাত যাপনের জন্য হোমস্টে। খাওয়া-দাওয়া সবই খুব উন্নতমানের।
রবিবার এখানে হাট বসে। যেখানে রংবেরঙের হাতে বানানো জিনিস পাবেন। রয়েছে রাত যাপনের জন্য হোমস্টে। খাওয়া-দাওয়া সবই খুব উন্নতমানের।
কীভাবে যাবেন? নিকটবর্তী স্টেশন - নিউ মাল জংশন থেকে এই গ্রামটির দূরত্ব ৬০ কিলোমিটার সময় লাগবে ২ঘণ্টা ৩০ মিনিট। নিউ জলপাইগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব ১২০ কিলোমিটার সময় লাগবে ৪ ঘণ্টার মত ।১৫০০/-টাকা প্রতিদিন জনপতি তিন টাইমের মিল সহ।
কীভাবে যাবেন? নিকটবর্তী স্টেশন – নিউ মাল জংশন থেকে এই গ্রামটির দূরত্ব ৬০ কিলোমিটার সময় লাগবে ২ঘণ্টা ৩০ মিনিট। নিউ জলপাইগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব ১২০ কিলোমিটার সময় লাগবে ৪ ঘণ্টার মত ।১৫০০/-টাকা প্রতিদিন জনপতি তিন টাইমের মিল সহ।
পার্শ্ববর্তী কী কী দেখতে পারবেন? ঝালং,তুংটা ওয়াটার ফলস,দাওয়াই খোলা হট ওয়াটার স্প্রিং, মনেস্ট্রি, বিন্দু,সুনতালি খোলা, ল্যাম্পোখরী লেক এ ছাড়া বিভিন্ন মেডিসিনাল প্লান্ট ও বাগান রয়েছে। মন ভাল হবেই।
পার্শ্ববর্তী কী কী দেখতে পারবেন?
ঝালং,তুংটা ওয়াটার ফলস,দাওয়াই খোলা হট ওয়াটার স্প্রিং, মনেস্ট্রি, বিন্দু,সুনতালি খোলা, ল্যাম্পোখরী লেক এ ছাড়া বিভিন্ন মেডিসিনাল প্লান্ট ও বাগান রয়েছে। মন ভাল হবেই।