Astronomy: খালি চোখেই আকাশে একসারিতে ছ’ছটা গ্রহ, সামনের সপ্তাহেই বিরল মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ! কবে?

আপনি কি মহাজাগতিক বিষয়ে আগ্রহী? তাহলে সামনের সপ্তাহেই আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত কিছু দৃশ্য৷ ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা৷
আপনি কি মহাজাগতিক বিষয়ে আগ্রহী? তাহলে সামনের সপ্তাহেই আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত কিছু দৃশ্য৷ ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা৷
একই সরলরেখায় দৃশ্যমান হবে সৌরজগতের ৬টি গ্রহ। আর পৃথিবী থেকে এই আশ্চর্যজনক দৃশ্য দেখতে পাব আমরা।
একই সরলরেখায় দৃশ্যমান হবে সৌরজগতের ৬টি গ্রহ। আর পৃথিবী থেকে এই আশ্চর্যজনক দৃশ্য দেখতে পাব আমরা।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস এই ৬টি গ্রহই ওই নির্দিষ্ট দিনে এক সরলরেখায় অবস্থান করবে।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস এই ৬টি গ্রহই ওই নির্দিষ্ট দিনে এক সরলরেখায় অবস্থান করবে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ইউরেনাস এবং নেপচুন খালি চোখে আবছা দেখা যাবে৷ তাই এই গ্রহগুলি স্পষ্ট ভাবে দেখতে ভাল টেলিস্কোপের প্রয়োজন হবে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ইউরেনাস এবং নেপচুন খালি চোখে আবছা দেখা যাবে৷ তাই এই গ্রহগুলি স্পষ্ট ভাবে দেখতে ভাল টেলিস্কোপের প্রয়োজন হবে।
ওয়ারউইক ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানি স্টেইগ জানিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই আকাশে এই ঘটনাটি দেখা যাবে। তবে দক্ষিণ গোলার্ধের মানুষের কাছে এই সুযোগ বেশি৷
ওয়ারউইক ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানি স্টেইগ জানিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই আকাশে এই ঘটনাটি দেখা যাবে। তবে দক্ষিণ গোলার্ধের মানুষের কাছে এই সুযোগ বেশি৷
প্রফেসর ড্যানির মতে, এই ঘটনায় কিছু গ্রহকে খালি চোখেই দেখা যাবে। কিন্তু বিক্ষিপ্ত আলো সমস্যা সৃষ্টি করতে পারে। মঙ্গল ও শনি গ্রহ দেখা সহজ হবে।
প্রফেসর ড্যানির মতে, এই ঘটনায় কিছু গ্রহকে খালি চোখেই দেখা যাবে। কিন্তু বিক্ষিপ্ত আলো সমস্যা সৃষ্টি করতে পারে। মঙ্গল ও শনি গ্রহ দেখা সহজ হবে।
সমস্ত গ্রহগুলি তির্যক বিন্যাসে দৃশ্যমান হবে, যার মধ্যে শনি থাকবে শীর্ষে। এর পরে নেপচুন, তারপর মঙ্গল, ইউরেনাস এবং বুধ থাকবে। বৃহস্পতি দিগন্তের সবচেয়ে কাছে উপস্থিত হবে।
সমস্ত গ্রহগুলি তির্যক বিন্যাসে দৃশ্যমান হবে, যার মধ্যে শনি থাকবে শীর্ষে। এর পরে নেপচুন, তারপর মঙ্গল, ইউরেনাস এবং বুধ থাকবে। বৃহস্পতি দিগন্তের সবচেয়ে কাছে উপস্থিত হবে।
আগামী ৩ জুন এই বিরল দৃশ্যটি দেখা যাবে আকাশে৷ কখন এবং কোথায় দেখতে হবে তা জানতে নাসার মোবাইল অ্যাপে চোখ রাখতে পারেন।
আগামী ৩ জুন এই বিরল দৃশ্যটি দেখা যাবে আকাশে৷ কখন এবং কোথায় দেখতে হবে তা জানতে নাসার মোবাইল অ্যাপে চোখ রাখতে পারেন।
আপনি অগাস্ট এবং জানুয়ারি ২০২৫-এও এই ভাবে দেখা যাবে গ্রহদের। এর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতটি গ্রহ সরলরেখায় দেখা যাবে।
আপনি অগাস্ট এবং জানুয়ারি ২০২৫-এও এই ভাবে দেখা যাবে গ্রহদের। এর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতটি গ্রহ সরলরেখায় দেখা যাবে।