নোটার জন্য আলাদা ইভিএম

Lok Sabha Election 2024 phase 7 Polling: আবাক কাণ্ড! একটি নয়, দুটি ইভিএম-এ ভোট দিচ্ছেন যাদবপুরের ভোটাররা!

যাদবপুর: একটি নয়, ভোট দিতে ঢুকে সামনে দু’দুটি ব্যালট যন্ত্রে ভোট দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা। একটি ব্যালট যন্ত্রে ১৬ জন প্রার্থীর নাম থাকে, অন্য ব্যালট যন্ত্রে থাকে শুধুই নোটার বোতাম।প্রশাসন সূত্রের খবর, প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটি ব্যালট যন্ত্রে সর্বাধিক ১৬ প্রার্থীর নাম থাকতে পারে। এবার যাদবপুরে ১৬ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোটা ধরে মোট বোতাম সংখ্যা দাঁড়াচ্ছে ১৭। একটি ব্যালট যন্ত্রে ১৬টি প্রার্থীর নাম-সহ ১৬টি বোতাম থাকছে। ১৭তম অর্থাৎ নোটার বোতামের জন্য থাকছে সম্পূর্ণ আলাদা ব্যালট যন্ত্র।ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএমের তিনটি অংশ।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

কন্ট্রোল ইউনিট (সিইউ) অর্থাৎ যেখান থেকে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয়, ব্যালটযন্ত্র অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে ভোটাররা ভোট দেন এবং ভিভিপ্যাট অর্থাৎ যেখানে ভোট দেওয়ার পর কোথায় ভোট দেওয়া হল, তা দেখা যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, একটি কন্ট্রোল ইউনিটের অধীনে সাধারণত একটিই ব্যালটযন্ত্র থাকে। তবে প্রয়োজনে অতিরিক্ত ব্যালটযন্ত্র ব্যবহার করা যায়। যাদবপুরের ক্ষেত্রে সেটিই হয়েছে। একটি কন্ট্রোল ইউনিটের অধীনে সর্বাধিক চারটি ব্যালটযন্ত্র ব্যবহার করা যেতে পারে বলে জানান এক আধিকারিক। বিভিন্ন কেন্দ্র থেকে ভোট কর্মীদের ইভিএম-সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করা হয়। দুটি ব্যালটযন্ত্র নিয়ে এ দিন প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হয় ভোটকর্মীদের মধ্যে। পরে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয় তাঁদের।

আরও পড়ুনঃ ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা, প্রতিকুর ধরলেন ভুয়ো ভোটার, আর সুজন…

লোকসভা নির্বাচন ২০২৪ বুথ ফেরত সমীক্ষা

অনেকেই জানান, দীর্ঘদিন ধরে ভোট করলেও, কখনও একাধিক ব্যালট যন্ত্র ব্যবহার করতে হয়নি। পাশাপাশি, দু’টি ব্যালট যন্ত্রভোট নেওয়া-সহ গোটা প্রক্রিয়ায় খাটনি বাড়বে বলেই জানান তাঁরা। এক রাজনৈতিক দলের কর্মী যেমন বলেন, “ব্যালটযন্ত্রে প্রথম বোতাম আমাদের। গ্রামীণ এলাকায় সেভাবেই মানুষকে বোঝাচ্ছি। এখন কেউ যদি বুথে ঢুকে প্রথম ব্যালট যন্ত্রের বদলে দ্বিতীয় ব্যালট যন্ত্রের প্রথম বোতাম টিপে দেন, তাহলে সেই ভোট নোটায় চলে যাবে।”

নির্বাচন কমিশনের আধিকারিকেরা অবশ্য জানান, কোনও সমস্যা হবে না। এক আধিকারিকের কথায়, “কোনও সমস্যা হবে না। বুঝিয়ে দেওয়ার জন্য ভোটকর্মীরা আছেন। তাঁর দাবি, “আরও কয়েকটি কেন্দ্রেও কিন্তু একাধিক ব্যালটযন্ত্র থাকছে। আগে কখনও এমন হয়নি, এমনটাও নয়।” তবে শুধু মাত্র নোটার জন্য আলাদা ব্যালট যন্ত্রের ব্যবস্থা করতে হয়েছে কিনা, মনে করতে পারছেন না তিনি।

সুমন সাহা