সংগৃহীত ছবি

Summer Vacation Trip: দার্জিলিংয়ের পাশেই এমন অপূর্ব জায়গা আছে জানতেন? প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন, মুগ্ধ হবেন

*কার্শিয়াং শহর থেকেই কিছুটা দূরে কুয়াশার চাদরের আড়ালে লুকিয়ে অনবদ্য এই পর্যটন কেন্দ্র বাগোড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা।
*কার্শিয়াং শহর থেকেই কিছুটা দূরে কুয়াশার চাদরের আড়ালে লুকিয়ে অনবদ্য এই পর্যটন কেন্দ্র বাগোড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা।
*মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোড়া গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোরা গ্রামে যেতে পারেন।
*মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোরা গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোড়া গ্রামে যেতে পারেন।
*এই গ্রামের পাহাড় আপনাকে দু-হাত মেলে স্বাগত জানাবে। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটি প্রকৃতি প্রেমের কাছে একটি দৃষ্টান্ত। শান্ত নিরিবিলি সবুজ পাহাড় এখানকার রূপের এক অনন্য নজির।
*এই গ্রামের পাহাড় আপনাকে দু-হাত মেলে স্বাগত জানাবে। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটি প্রকৃতি প্রেমের কাছে একটি দৃষ্টান্ত। শান্ত নিরিবিলি সবুজ পাহাড় এখানকার রূপের এক অনন্য নজির।
*শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস, দার্জিলিং মোড়, এনজেপি অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে বাগোড়া যাওয়ার গাড়ি পাবেন। শহর শিলিগুড়ি ক্রমশ ঘিঞ্জি হয়ে গিয়েছে। সেই শহর ছাড়িয়ে গাড়ি যাবে মেঘরাজ্যের দিকে।
*শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস, দার্জিলিং মোড়, এনজেপি অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে বাগোড়া যাওয়ার গাড়ি পাবেন। শহর শিলিগুড়ি ক্রমশ ঘিঞ্জি হয়ে গিয়েছে। সেই শহর ছাড়িয়ে গাড়ি যাবে মেঘরাজ্যের দিকে।
*বৃষ্টিভেজা রাস্তা, সদ্য স্নান করে উঠে আসা সবুজ পাহাড়। এ এক অন্যরকম অনুভূতি। রাস্তার দুপাশে চা বাগান। গাড়ি যত এগোবে দেখবেন পাইন গাছের বন। মন ভাল হয়ে যাবে।
*বৃষ্টিভেজা রাস্তা, সদ্য স্নান করে উঠে আসা সবুজ পাহাড়। এ এক অন্যরকম অনুভূতি। রাস্তার দুপাশে চা বাগান। গাড়ি যত এগোবে দেখবেন পাইন গাছের বন। মন ভাল হয়ে যাবে।
*দিলারাম হয়ে যেতে হয় বাগোড়া। কার্শিয়াং থেকে মাত্র ১৭ কিমি দূরত্ব। পাখির ডাক, পাইন আর ওকের বন একেবারে মন ভাল করে দেওয়া রূপ।
*দিলারাম হয়ে যেতে হয় বাগোড়া। কার্শিয়াং থেকে মাত্র ১৭ কিমি দূরত্ব। পাখির ডাক, পাইন আর ওকের বন একেবারে মন ভাল করে দেওয়া রূপ।
*তবে বাগোড়ায় হোমস্টের সংখ্যা সেভাবে উল্লেখযোগ্য নয়। আগে থেকে খোঁজখবর নিয়ে গেলে সমস্যা নেই। সরকারি একটি গেস্ট হাউজও রয়েছে।
*তবে বাগোড়ায় হোমস্টের সংখ্যা সেভাবে উল্লেখযোগ্য নয়। আগে থেকে খোঁজখবর নিয়ে গেলে সমস্যা নেই। সরকারি একটি গেস্ট হাউজও রয়েছে।