মডেল ভোট কেন্দ্রে

Lok Sabha Election 2024: মডেল বুথে বিশ্ব উষ্ণায়ন থেকে গ্রাম বাংলা, হরেক থিমের ছড়াছড়ি

উত্তর ২৪ পরগনা: বিশ্ব উষ্ণায়ন রোধের বার্তা থেকে গ্রাম বাংলার ছবি, হরেক রকম থিম ফুটে উঠল ভোটগ্রহণ কেন্দ্রে। পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে শান্তির বার্তা দিতে নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যোগ।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

সপ্তম তথা শেষ দফার নির্বাচনে রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকেই অশান্তির ছবি দেখা গিয়েছে। এর‌ই মাঝে বারাসত লোকসভা কেন্দ্রের ২৩২ নম্বর বুথের ভোটগ্রহণ কেন্দ্র কিশোর স্পোটিং ক্লাবে ধরা পড়ল অন্য ছবি। মানুষ দলে দলে এসে ভোট দিচ্ছেন বনমালীপুরের এই আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে। এই ভোটগ্রহণ কেন্দ্রের চারদিকে বিশ্ব উষ্ণায়নের উপর নানা বার্তা যেমন দেওয়া হয়েছে, তেমনই এখানে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার নানা চিত্র।

আরও পড়ুন: নেই কোনও নিরাপত্তা রক্ষী, বাইকে চেপে বুথে বুথে ঘুরলেন এই তৃণমূল প্রার্থী

বর্তমানে নানা সময়ে প্রাকৃতিক ধ্বংসলীলা থেকে শুরু করে তাপমাত্রা বৃদ্ধি সহ একাধিক বিষয় বারংবার সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতিকে কীভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই বার্তাও যেন দেওয়া হচ্ছে এই ভোটকেন্দ্রে। পাশাপাশি আদর্শ এই ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে বিশ্রামের ব্যবস্থা, খাওয়ার জল থেকে শুরু করে ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো হয়েছে গাছ। পোস্টার, বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চারদিক। ভোটাররাও এসে ছবি তুলছেন এই ভোটগ্রহণ কেন্দ্রের। এমন মনোরম পরিবেশে ভোটকেন্দ্রে এসে দীর্ঘ সময় কাটিয়ে, ভোট দিয়ে বাড়ি ফিরতে দেখা গেল ভোটারদের।

রুদ্রনারায়ণ রায়