আগামী সপ্তাহে ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসে অমাবস্যা এ বছর পড়েছে আগামী ৫ এবং ৬ জুন।

Phalaharini Kalipuja Rituals 2024: আসছে ফলহারিণী কালীপুজো! স্নানের জলে এই কালো জিনিস মেশান, এই গাছের পুজো করুন…বিঘ্ন কেটে আসবে অর্থসুখ ও শান্তি

আগামী সপ্তাহে ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসে অমাবস্যা এ বছর পড়েছে আগামী ৫ এবং ৬ জুন।
আগামী সপ্তাহে ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসে অমাবস্যা এ বছর পড়েছে আগামী ৫ এবং ৬ জুন।

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

ফলহারিণী কালীপুজো করলে বিদ্যা, অর্থ এবং কর্মভাগ্যে উন্নতি ঘটে। জীবনে বাধাবিঘ্ন দূর হয়। প্রেমে বিঘ্ন কাটে। দাম্পত্যে সুখ বজায় থাকে।
ফলহারিণী কালীপুজো করলে বিদ্যা, অর্থ এবং কর্মভাগ্যে উন্নতি ঘটে। জীবনে বাধাবিঘ্ন দূর হয়। প্রেমে বিঘ্ন কাটে। দাম্পত্যে সুখ বজায় থাকে।

 

এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

মরশুমি নানা ফল এই তিথিতে দেবীকে নিবেদন করা হয়। কোনও মনস্কামনা পূরণ করার হলে প্রিয় ফল দেবীকে নিবেদন করে আগামী দিনে সেটা ত্যাগ করুন।
মরশুমি নানা ফল এই তিথিতে দেবীকে নিবেদন করা হয়। কোনও মনস্কামনা পূরণ করার হলে প্রিয় ফল দেবীকে নিবেদন করে আগামী দিনে সেটা ত্যাগ করুন।

 

মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার সেই ফল গ্রহণ করতে পারেন।
মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার সেই ফল গ্রহণ করতে পারেন।

 

এই তিথিতে কোনও কালীমন্দিরে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন। বাড়িতেও এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতে তিনটি এলাচ দিতে ভুলবেন না।
এই তিথিতে কোনও কালীমন্দিরে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন। বাড়িতেও এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতে তিনটি এলাচ দিতে ভুলবেন না।

 

এই তিথিতে ভোরে গঙ্গাস্নান করলে তা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। বাড়ির কাছে নদী না থাকলে স্নানের জলে তিল মিশিয়ে নিন।
এই তিথিতে ভোরে গঙ্গাস্নান করলে তা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। বাড়ির কাছে নদী না থাকলে স্নানের জলে তিল মিশিয়ে নিন।

 

এই বিশেষ তিথিতে সাধ্যমতো দান করুন অন্নবস্ত্র ও খাদ্য দান করুন। পুজো করুন অশ্বত্থগাছের। এতে গ্রহদোষ কাটে।
এই বিশেষ তিথিতে সাধ্যমতো দান করুন অন্নবস্ত্র ও খাদ্য দান করুন। পুজো করুন অশ্বত্থগাছের। এতে গ্রহদোষ কাটে।

 

জন্মকুণ্ডলীতে চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল, গঙ্গাজল ও দুধ দিয়ে অশ্বত্থগাছের পুজো করলে সুফল মিলবে।
জন্মকুণ্ডলীতে চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল, গঙ্গাজল ও দুধ দিয়ে অশ্বত্থগাছের পুজো করলে সুফল মিলবে।