Crime News

Crime news: দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক অশান্তির জের, মুর্শিদাবাদে জামাইকে খুনের অভিযোগ মামাশ্বশুরের বিরুদ্ধে

মুর্শিদাবাদ: জামাই দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক অশান্তির জেরে মামা শ্বশুরের হাতে খুন হলেন জামাই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সুতি থানার সাজুরমোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম মহাসিন শেখ। অভিযোগ জামাই মহাসিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মামা শ্বশুর ভগলু সেখ। ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত ভগলু সেখকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ।

আরও পড়ুন: রাত থেকেই বৃষ্টি রাজ্যে, রবিবারও ভিজতে পারে একাধিক জেলা, জানাল আবহাওয়া দফতর

১২ বছর আগে রুনি খাতুনের সঙ্গে প্রথম বিয়ে হয় সুতির বাসিন্দা মহসিন শেখের। এর পর ২ বছর আগে আবার দ্বিতীয় বিয়ে করে মহাসিন। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল। প্রথম পক্ষের স্ত্রী রুনি খাতুন সুতি থানায় স্বামী মহাসিন শেখের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। এরপরেই শুক্রবার সন্ধ্যায় ইটভাটা থেকে কাজ করে ফেরার সময় জামাই মহাসিন শেখকে মামা শ্বশুর ভগলু সেখ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। সুতির থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তারপরেই মৃত মহাসিন সেখের পরিবারের লোকেরা অভিযুক্ত ভগলু শেখের খাবার হোটেলে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মৃত মহাসিন শেখের দাদা আনসার সেখ বলেন, “আমার ভাই দুটো বিয়ে করেছিল। সেই কারণে দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। আমার ভাইকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। আমার ভাইকে ওর মামা শ্বশুরই কুপিয়ে খুন করেছে। থানায় অভিযোগ জানিয়েছি। আমি আমার ভাইয়ের খুনির কঠোর শাস্তি চাই”। যদিও ভগলু সেখের পরিবারের দাবি এই খুনের ঘটনার সঙ্গে ভগলু সেখ জড়িত নেই। ভগলু সেখের মেয়ে জাহান্নারা বিবি বলেন, “হোটেল ভাঙচুরের খবর পেয়ে আমার বাবা সেখানে ছুটে যায়। তারপর আমার বাবা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে। এই খুনের ঘটনার সঙ্গে আমার বাবা জড়িত নেই”।