প্রতীকী চিত্র

Accident: রাস্তার পাশে রাখা ইটের কারণেই সব শেষ! কাতরাতে-কাতরাতে মৃত্যু হাওড়ায়! আশঙ্কাজনক আরও এক বাইক আরোহী

হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুরে ফের বাইক দুর্ঘটনা। মৃত এক, আশঙ্কাজনক আরও একজন। উল্টোদিক থেকে আসা লরিকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধরে মজুত করা ইটে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই মৃত এক। হাওড়া আমতা রোডের মুশিরহাটের ঘটনা। রবিবার সকালেই জগৎবল্লভপুরের সন্তোষীপুরে দুর্ঘটনায় আহত হন দুজন। একই দিনে দুটি দুর্ঘটনায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ, রাস্তা অবরোধও করে তাঁরা।

এদিকে, ধূপগুড়ির শালবাড়ি এলাকায় টোটো দুর্ঘটনায় আহত হন ৬ জন। গাদং এলাকায় এক অনুষ্ঠান বাড়ি থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন ৬ জন। ওভারব্রিজ সংলগ্ন এলাকায় আচমকা এক মোটর বাইক আরোহী টোটোর সামনে চলে আসে। সেই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটো।

আরও পড়ুন: মুখে গেলেই হার্ট অ্যাটাক-মৃত্যু, সাপের বিষও ফেল! খুব সাবধান, এই চেনা গাছ আপনার বাড়ি-আশেপাশে নেই তো?

আহত হয় টোটোতে থাকা দুই শিশু সহ ৬ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে প্রায় প্রতিদিন ধূপগুড়িতে পথ দুর্ঘটনা ঘটায় ক্ষুদ্ধ শহরবাসী।