Lok Sabha Elections 2024: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! শুভেন্দুর অভিযোগের পরে কড়া সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে মুখ্যসচিবের থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

যত দ্রুত সম্ভব রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের গণনাকেন্দ্রে পাঠানোর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেইকারণেই দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্যসচিব বি পি গোপালিকাকে।

আরও পড়ুন: গণনায় কারচুপি হতে পারে, নির্বাচন কমিশনের কাছে আগাম আশঙ্কা প্রকাশ বিজেপির

গণনায় কারচুপি হতে পারে, নির্বাচন কমিশনের কাছে আগাম আশঙ্কা প্রকাশ করেছিল বঙ্গ বিজেপি৷ গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, “রিটার্নিং অফিসাররা মানছেন না যে ক্যাজুয়াল স্টাফদের নিয়ে কাউন্টিং করানো যাবে না। প্রায় সব লোকসভা কেন্দ্রেই আছে এই ধরনের উদাহরণ। এই চিটিং না করলে শাসকদল জিতবে না। যাদের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে অভিযোগ আছে তাদেরকেও গণনার কাজে ব্যবহার করা হচ্ছে। আইপ্যাকদের দ্বারা এই কাজ করা হচ্ছে। কোন পুলিশ কর্মী কি ভাবে কাজ করছে সব তথ্য আসছে আমাদের কাছে। সাদা পোশাকে পুলিশ কর্মী মঙ্গলবার ঢোকানো হবে।”

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: রেজাল্টের আর ২৪ ঘণ্টাও বাকি নেই, বিজেপি প্রার্থীদের কাছে পৌঁছল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ

বিজেপির সেই অভিযোগের প্রেক্ষিতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷