ভিড়ের মধ্যে থেকেই ডলফিনটিকে বাঁচাতে তৎপর হন এক পর্যটক৷ ডলফিনটিকে তুলে নিয়ে সমুদ্রের দিকে ছোটেন তিনি৷

Digha: দিঘার সৈকতে এ কী ভেসে এল? দেখেই কোলে তুলে দৌড় পর্যটকের, মুহূর্তে শোরগোল

দিঘার উদয়পুর বিচে সোমবার দুপুরে হঠাৎই শোরগোল৷ সৌজন্যে একটি জীবন্ত ডলফিন৷ যা দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়৷
দিঘার উদয়পুর বিচে সোমবার দুপুরে হঠাৎই শোরগোল৷ সৌজন্যে একটি জীবন্ত ডলফিন৷ যা দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়৷ তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী
তবে এক্ষেত্রে অবশ্য দায়িত্বজ্ঞানহীন আচরণ নয়, বরং ডলফিনটির প্রাণ বাঁচিয়ে কাজের কাজটি করেছেন এক পর্যটকই৷
তবে এক্ষেত্রে অবশ্য দায়িত্বজ্ঞানহীন আচরণ নয়, বরং ডলফিনটির প্রাণ বাঁচিয়ে কাজের কাজটি করেছেন এক পর্যটকই৷ তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী
জানা গিয়েছে, এ দিন দুপুরেই আচমকা দিঘার উদয়পুর বিচে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে একটি ডলফিন৷
জানা গিয়েছে, এ দিন দুপুরেই আচমকা দিঘার উদয়পুর বিচে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে একটি ডলফিন৷ তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী
সমুদ্র সৈকতের উপরে জল না থাকায় ছটফট করতে থাকে পূর্ণবয়স্ক ওই ডলফিনটি৷ সঙ্গে সঙ্গে ওই ডলফিনকে দেখতে ভিড় জমে যায়৷
সমুদ্র সৈকতের উপরে জল না থাকায় ছটফট করতে থাকে পূর্ণবয়স্ক ওই ডলফিনটি৷ সঙ্গে সঙ্গে ওই ডলফিনকে দেখতে ভিড় জমে যায়৷ তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী
ভিড়ের মধ্যে থেকেই ডলফিনটিকে বাঁচাতে তৎপর হন এক পর্যটক৷ ডলফিনটিকে তুলে নিয়ে সমুদ্রের দিকে ছোটেন তিনি৷
ভিড়ের মধ্যে থেকেই ডলফিনটিকে বাঁচাতে তৎপর হন এক পর্যটক৷ ডলফিনটিকে তুলে নিয়ে সমুদ্রের দিকে ছোটেন তিনি৷ ওই পর্যটকই সমুদ্রের ঢেউ ভেঙে কিছুটা এগিয়ে গিয়ে ডলফিনটিকে জলে ছেড়ে দিয়ে আসেন৷ তা না হলে করুণ পরিণতি হতে পারত ডলফিনটির৷  ওই পর্যটকই সমুদ্রের ঢেউ ভেঙে কিছুটা এগিয়ে গিয়ে ডলফিনটিকে জলে ছেড়ে দিয়ে আসেন৷ তা না হলে করুণ পরিণতি হতে পারত ডলফিনটির৷তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী
সমু্দ্রে স্নান করতে এসে চোখের সামনে ডলফিনের দেখা পেয়ে বেজায় খুশি পর্যটকরাও৷
সমু্দ্রে স্নান করতে এসে চোখের সামনে ডলফিনের দেখা পেয়ে বেজায় খুশি পর্যটকরাও৷ তথ্য এবং ছবি- পঙ্কজ দাশরথী