কারা এগিয়ে, কারা পিছিয়ে

West Bengal Lok Sabha Elections 2024 Result: পোস্টাল ব্যালটে এগিয়ে অভিষেক-সুদীপ-শত্রুঘ্ন-সেলিম! কে কে এগিয়ে আছে বাংলায়, জানুন

কলকাতা: শুরু হল ভোটের গণনা। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে এ বার কোন দল সংখ্যাধিক্য পাবে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ। প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল বাংলায়। অন্য দিকে, রাজ্যের শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে ২০১৯ সালের থেকেও ভাল ফল করবে তৃণমূল। এরই মধ্যে আসতে শুরু করেছে একদম শুরুর দিকের পোস্টাল ব্যালট গোনার কাজ।

একদম প্রাথমিক পোস্টাল ব্যালটের হিসেবে বাংলায় তৃণমূল এগিয়ে ১৭ আসনে, বিজেপি এগিয়ে ১৭ আসনে। তার মধ্যে এগিয়ে রয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী, ঘাটাল থেকে এগিয়ে দেব, আলিপুরদুয়ার থেকে এগিয়ে মনোজ টিগ্গা, আসানসোল থেকে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন: শুরু হল ভোট গণনা, পশ্চিমবঙ্গে ৪২ আসনে ফলাফল কী হবে? দেখুন লাইভ আপডেট

বীরভূম থেকে এগিয়ে দেবতনু ভট্টাচার্য, ঝাড়গ্রামে এগিয়ে কালীপদ সোরেন, বোলপুরে এগিয়ে অসিত মাল, উত্তর কলকাতা থেকে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমদম থেকে এগিয়ে শীলভদ্র দত্ত, যাদবপুর থেকে এগিয়ে সায়নী ঘোষ।

তবে, এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। যে কোনও মুহূর্তে পাল্টে যেতে পারে ট্রেন্ড।