Lok Sabha Elections Results

Bongaon Election Results 2024 : নাগরিকত্ব তাসেই বনগাঁ জয় বিজেপির? বিশ্বজিৎ দাসকে হারিয়ে দ্বিতীয় বার সাংসদ হলেন শান্তনু ঠাকুর

বনগাঁ: রাজ্য জুড়ে বিপর্যস্ত হলেও বনগাঁয় জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। এই নিয়ে টানা দ্বিতীয় বার বনগাঁয় আধিপত্য বজায় রখল বিজেপি। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ৭৩,৬৯৩ ভোটে হারিয়ে বনগাঁকে নিজেদের দখলে রাখলেন শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: ওড়িশায় বিজেপির কাছে চাপে বিজেডি, লোকসভায় পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়ছেন মুখ্যমন্ত্রী ‘পাপ্পু’

বনগাঁয় সবচেয়ে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। ২০২১ সালের বিধানসভা ভোটে বনগাঁ লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৫টি বিধানসভায় জিতেছিল বিজেপি, শুধুমাত্র একটাই তৃণমূলের দখলে ছিল। সেই ধারাই বজায় রইল ২০২৪ সালে। যদিও বনগাঁর ভোটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মতুয়া ভোট। ভোটের আগেই সিএএ কার্যকর করেছিল কেন্দ্রীয় সরকার। বড় সময় ধরেই নাগরিকত্বের দাবি ছিল মতুয়াদের। বলা হয়ে থাকে সিএএ কার্যকর করে আসলে মতুয়া ভোটকেই নিজের কাছে টানতে চেয়েছল বিজেপি। সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল কেন্দ্রের শাসকদল।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ৭৩৬৯৩ ভোটে হারিয়ে জিতলেন শান্তনু ঠাকুর। তবে বনগাঁয় ভোট কমেছে বাম-কংগ্রেসের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১১২৭৪০ ভোট পেয়েছিল বাম-কংগ্রেস, এ বার সেখানে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, পেয়েছে ৬৫১৭৬ ভোট। বাম-কংগ্রেসে প্রসঙ্গত গত বারের লোকসভা ভোটে বনগাঁয় পরাজিত প্রার্থী মমতাবালা ঠাকুরকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল।