মোদির শপথগ্রহণের মেন্যু কী?

Narendra Modi Oath Taking Ceremony Food: দম বিরিয়ানি থেকে আমের ক্রিম, কুলফি-স্টাফড লিচি-রসমালাই! রাষ্ট্রপতি ভবনে মোদির শপথের রাতের মেন্যুতে কী কী?

নয়াদিল্লি: তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে মোদি ও অন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এএনআই দাবি করেছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর এনডিএ-র সাংসদদের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছে। সেই ভোজসভায় কী কী পদ থাকছে, তা-ও জানিয়েছে এএনআই।

সূত্রের খবর, শপথগ্রহণের নৈশভোজের খাদ্যতালিকায় থাকছে একাধিক রকমের জুস, আমের ক্রিম, স্টাফড লিচি, মটকা কুলফি, রায়তা, একাধিক রকমের ব্রেড/রুটি। পাঞ্জাবি কাউন্টার থাকবে। দম বিরিয়ানি, যোধপুরী সবজি, মিলেটের আলাদা কাউন্টারও রাখা হবে। মিষ্টিমুখের ব্যবস্থা হিসেবে রসমলাই এবং ঘেওরের মতো মিষ্টি রাখা হবে। গরমের কথা মাথায় রেখে ভোজসভায় তিন রকমের রায়তা থাকছে বলে খবর।

আরও পড়ুন: মোদির শপথগ্রহণে হাজির শাহরুখ খান, সঙ্গে কে? সব নজর ঘুরে গেল বাদশার দিকে! দেখুন ভিডিও

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে সন্ধ্যা সাতটা পঁচিশে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ বিদেশের অতিথিহিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকল গোটা বিশ্ব।

আরও পড়ুন: তমলুকে অভিজিতের কাছে হারলেন কেন? ‘দুই’ কারণ স্পষ্ট করে চাঞ্চল্যকর দাবি দেবাংশুর

পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি হন মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-রা। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি।

মৈত্রেয়ী ভট্টাচার্য