রাজ্যে ফের ভোট৷

West Bengal Assembly by elections 2024 Date: রাজ্যে ফের ভোট, মানিকতলা সহ চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

কলকাতা: লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে ফের নির্বাচনের উত্তাপ৷ সম্ভবত আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে৷ এ দিন বিজ্ঞপ্তি দিয়ে এ কথা ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই চারটি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে৷ উপনির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৩ জুলাই৷

২০২২ সালে মৃত্যু হয় রাজ্যের তৎকালীন মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের৷ তার পর থেকে বিধায়কশূন্য অবস্থায় থাকলেও আইনি জটে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হয়নি৷

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই তিনটি বিধানসভার ক্ষেত্রে বিধায়করা ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ফলে ওই তিনটি কেন্দ্রই বিধায়ক শূন্য হয়ে পড়েছে৷ তবে এই ইস্তফা দেওয়া এই তিন বিধায়কই লোকসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন৷

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটিই দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণ, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ ওই তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করবে, নাকি লোকসভা ভোটে পরাজিত প্রাক্তন তিন বিধায়ককেই ফের প্রার্থী করে, সেটাই দেখার৷