নদিয়ার আম গেল উজবেকিস্তানে

Nadia Mango in Uzbekistan: ৬০ টাকার আম ১২০ টাকায়! উজবেকিস্তানের বাজার কাঁপাচ্ছে নদিয়ার হিমসাগর আম, ভিডিও

কৃষ্ণগঞ্জ: উজবেকিস্তানে গেল নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার মথুরাপুরের আম। নদিয়ার মাটি প্রধানত বিখ্যাত শ্রীচৈতন্যদেবের বিশ্বজোড়া হরিনামের প্রেমের বাণী প্রচার করার জন্য। সময় যত এগিয়েছে গঙ্গা দিয়ে গড়িয়েছে তত জল। বর্তমানে আন্ত-বাণিজ্যিক সম্পর্কে কখনও নদিয়ার লিচু পৌঁছে যাচ্ছে ইজরায়েলে, তো কখনও আবার নদিয়ার কৃষ্ণগঞ্জের হিমসাগর আম চলে যাচ্ছে উজবেকিস্তানে।

এলাকার এক স্থানীয় আম চাষি বিদ্যুৎ বিশ্বাস জানাচ্ছেন, রিসার্চ অ্যাগ্রো বায়ো কোম্পানি উজবেকিস্তানের একটি কোম্পানিকে এনেছিল কৃষ্ণগঞ্জ মাজদিয়ার মধুরাপুরের আম বাগানে। ১০ টি আমের গাছকে বায়ো পেস্টিসাইডস পদ্ধতিতে ফলনের দিকে নজর দেয়। তারা বলেছিল আমের ফলন যেমনই হোক না কেন, তারা সমস্ত আম নিয়ে যাবে। কোনওরকম ভাবেই কীটনাশক ঔষধ আমের ফলনে ব্যবহার করা যাবে না। অনাবৃষ্টি এবং প্রখর দাবদাহে অন্য বাড়ের তুলনায় এবারে আমের ফলন যথেষ্ট কম হলেও এই দশটি গাছে আমের মোটামুটি ভালই ফলন হয়েছে।”

আরও পড়ুন: মাত্র ১ মিনিটে ২.৫ হাজার রসগোল্লা! জামাইষষ্ঠীর জন্য হাবড়ার এই দোকানে মোট কটা মিষ্টি বানানো হল জানেন!

শুধু তা-ই নয়, আম চাষি আরও জানালেন, বাজারে কেজিপ্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম। সেখানে এই হিমসাগর আম দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়েছেন। অর্থাৎ কেজিপ্রতি হিমসাগর আম ১২০ টাকা দামে তারা কিনে নিয়েছে।

একদিকে যেমন আম চাষিরা ডবল লাভের মুখ দেখছেন, তেমনই নদিয়ার আম বিদেশের মাটিতে বিদেশি মানুষদের রসনার তৃপ্তি করছে এটি যথেষ্ট গর্বের বিষয় বলে তাঁরা মনে করছেন। জৈব পদ্ধতিতে আম চাষ করে আরও বেশি পরিমাণে মুনাফা লাভের পরামর্শ দিলেন কৃষকেরা। আম চাষিদের কাছে আরও সুখবরের বার্তা দিলেন উজবেকিস্তানের ব্যবসায়ীরা। আগামী বছর অনেক বাগানে এসে তাঁরা এই ভাবেই আম কিনবেন। বিদেশে আম যাওয়াই খুশি আমচাষি-সহ জেলার বাসিন্দারা।

Mainak Debnath