ঘোড়া দৌড়ের লড়াইয়ে মেতে উঠল মিনাখাঁ

North 24 Parganas News: জৈষ্ঠের বিকেলে ঘোড়ার পায়ের ধূলোয় ঢাকল মিনাখাঁর আকাশ! দেখুন ভিডিও

বসিরহাট: ঘোড়া পায়ে উড়ল ধূলো! ঘোড়া দৌড়ের লড়াইয়ে মেতে উঠল মিনাখাঁ। ছুটছে ঘোড়া, উড়ছে ধূলো আর সেই সঙ্গে হাজার হাজার দর্শকের করতালিতে এ যেন টান টান উত্তেজনা! আজও গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম উৎসব হল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। কিন্তু এটি যেন কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে। ঘোড়ার পিঠে পেনসিল-স্বাস্থ্যের ‘জকি’৷ গলার রগ ফুলিয়ে চিত্‍কার করছেন জনতা ৷ ছুটন্ত টগবগে গোড়ার পায়ের শব্দে যেন মাঠ কেঁপে যাচ্ছে৷ ঘোড়ার পায়ের ধুলো এলোমেলো হয়ে যাচ্ছে মানুষের শত শত ডেসিবেল হুংকারে! সব মিলিয়ে জমে উঠেছে খেলার মাঠ।

আরও পড়ুন: ঘোষ বাড়ির ‘গরিবের হাটে’ বাজারের থেকে কম দামে বিকিকিনি

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় জেলার স্থানীয় কিছু কিছু সংগঠকেরা এখনও এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে থাকেন। এভাবে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলাটির পুনঃসংযোজন ঘটে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মিনাখাঁর নলফায়। এলাকা সহ বিভিন্ন সংগঠকরা এখনো খেলাটিকে চালিয়ে যাচ্ছেন। ঘোড়া দৌড় উপলক্ষ্যে নানা সাজে সজ্জিত হয়ে টগবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ-বেরঙের ঘোড়া। এ খেলা উপভোগ করতে স্থানীয় এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আসেন। দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া আর সেই ঘোড় দৌড় দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রতিযোগিতার পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পশরা বসানো হয়।

জুলফিকার মোল্যা