Tag Archives: Basirhat

Lok Sabha Election 2024: রাজনীতির ময়দানে পা রেখেই সেলিব্রিটি! লোকাল ট্রেনের প্রচারেও ভাল সাড়া রেখা পাত্রের 

বসিরহাট: এবার ভোটের প্রচারে লোকাল ট্রেনে চড়ে প্রচার ট্রেন্ডিং। সেই স্রোতে গা ভাসিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচার করলেন হাসনাবাদ স্টেশনে। সন্দেশখালির প্রত্যন্ত এলাকার গায়ের বধূ চমক দিয়ে লোকসভার প্রার্থী তালিকায় উঠে এসেছে রেখা পাত্রের নাম। রাজনীতির ময়দানে পা রেখেই তিনি হয়ে গেছেন সেলিব্রিটি।ভোটের আগে দিন-রাত এক করে প্রার্থীদের প্রচারের ব্যস্ততা থাকে তুঙ্গে।

শুক্রবার খানিকটা অন্য ছবি দেখা গেল বসিরহাট লোকসভা কেন্দ্রে। রাস্তার অলিগলিতে নয়, লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন বসিরহাটের হাসনাবাদ রেলস্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। জনগণের থেকে ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রেখা পাত্র। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

১ জুন বসিরহাট লোকসভায় কেন্দ্রে ভোট গ্রহণ। ফলে হাতে আর বেশি সময় নেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। বাইরে গরমের তাপ যত বাড়ছে ততই ভোটের উত্তাপও ছড়াচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থীসহ নেতাকর্মীদের প্রচার চলছে জোর কদমে। এবার লোকসভার ভোটের প্রচারে অভিনব পন্থা অবলম্বন করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

আরও পড়ুনঃ Lok Sabha Elections 2024: শেষবেলায় আসানসোলে প্রচারে চমক বামেদের, ঝড় তুললেন মহম্মদ সেলিম

উল্লেখ্য এর আগে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীতে নৌকার হাল ধরতে দেখা যায় রেখাকে। এবার ভোট প্রচারে ট্রেনে উঠে পড়লেন বিজেপি প্রার্থী। ভোট প্রচার যেন একের পর এক চমক দিয়ে অভিনব পন্থায় প্রচারের মাধ্যম কি বেছে নিচ্ছেন তিনি।

জুলফিকার মোল্যা

Madhyamik Result 2024: ইচ্ছেই শেষ কথা! অভাবের সংসারে মাধ্যমিকের ফলে চমক রিয়াজের, তবু একটা ‘কিন্তু’ থেকে গেল

বসিরহাট: বাবার ছোট্ট মুদির দোকান, মাধ্যমিকে তাক লাগাল সুন্দরবনের ছেলে রিয়াজ। মাধ্যমিকের মেধাতালিকায় স্থান না পেলেও চমকে দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার হাসনাবাদের চকপাটলি হাইস্কুলের রিয়াজ হোসেন মোল্লা।

প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি, ঠিক তেমনভাবে এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নেই। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় ৯৩.৩ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছে রিয়াজ। তবে রিয়াজের পাশাপাশি চকপাটলি হাইস্কুল থেকে যুগ্মভাবে ৯৩.৩ শতাংশ নম্বর পেয়ে হয়েছে ইভানা নাসরিন সুলতানা, দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৩.৩ শতাংশ। ইভানার বাবা পেশায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

হাঁসনাবাদের পাটলিখানপুর এলাকায় এক ঘরে বসবাস রিয়াজের। বাবা লিয়াকাত হোসেন মোল্লার রাস্তার পাশে ছোট্ট একটি মুদিখানার দোকান আছে। আর তা দিয়েই নিজের সামান্য উপার্জনে কঠোর পরিশ্রমে কোনও রকম দুই ছেলেমেয়েকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

এ বছর মাধ্যমিকে চকপাটলি হাইস্কুল (উঃ মাঃ) বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিল রিয়াজ। রিয়াজের প্রাপ্ত নম্বর ৬৫৩। যার মধ্যে গণিতে ৯৮, ভূগোলে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৬, ভৌতবিজ্ঞানে ৯৪, বাংলা ও ইতিহাস উভয় বিষয়েই ৯২ এবং ইংরেজিতে ৮৪ নম্বর তুলেছে সে।

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

ছোট থেকেই গণিত ও বিজ্ঞান বিষয়কে ভালবাসে রিয়াজ। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সে চিকিৎসক হতে চায়। কিন্তু বাদ সাধছে আর্থিক অবস্থা। চোখ মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক সঙ্গতি কাটিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে সে! যা নিয়ে এক চাপা উৎকন্ঠায় রিয়াজ ও তার পরিবার।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: ভোটের আগে বসিরহাটে কানফাটা বিস্ফোরণ! চরম আতঙ্কে এলাকার মানুষ, ধোঁয়াশায় স্থানীয়রা

বসিরহাট: ভোটের আগে বসিরহাটে বিষ্ফোরণ! আতঙ্কে এলাকার মানুষ। ভোটের আগে বিষ্ফোরণের আতঙ্ক ছড়াল বসিরহাটের হাসনাবাদের কালিবাড়ি দক্ষিণ শিমুলিয়া এলাকায়।

এদিন দুপুরে দক্ষিণ শিমুলিয়া এলাকায় স্থানীয় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়ির রান্নাঘরের বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় আহত এক। তবে এই বিষ্ফোরণের আসল রহস্য কী, তা এখনও পর্যন্ত ধোঁয়াশায়।

আরও পড়ুন: দেশের সবথেকে ধনী রাজ্য কোনটি জানেন? সেরা ৭-এর মধ্যে কি পশ্চিমবঙ্গ আছে! চমকে দেওয়া তথ্য

স্থানীয় বিজেপি কর্মী দিলীপ দাস এই ঘটনায় বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে থানার পুলিশ বাহিনী। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: উৎসবের মরশুমে বসিরহাটের গ্রামে দেখা মিলল হারিয়ে ‌যাওয়া এই প্রাচীন খেলার

বসিরহাট: চোখ বেঁধে হাঁস ধরা খেলা দেখে হেসে কুপোকাত গ্রামবাসী। গ্রাম বাংলায় বিনোদনের জন্য কতই না মজার খেলার দেখা মেলে। তার মধ্যে অন্যতম চোখ বেঁধে হাঁস ধরা। ডাঙায় চোখ বেঁধে হাঁস ধরতে পারলে হাঁসটি পাবেন আপনি। কি ভাবছেন! চোখ বাঁধা অবস্থায় কি হাঁস ধরা যায় নাকি! তবে শুধু আপনি নয় আপনার সঙ্গে থাকবে আরও বেশ কয়েকজন প্রতিযোগী। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হল চোখ বেঁধে হাঁস ধরা। বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃত্ত আকৃতি নেট জালের মাঝখানে একটি তরতাজা দেশি হাঁস ছেড়ে দেওয়া হয়।আর সেই বৃত্তের মধ্যে চোখে গামছা বেঁধে ওই হাঁসের খোঁজে তল্লাশি চালায় প্রতিযোগীরা। হাঁসটিকে নিজের বাগে আনতে চলে তুমুল প্রতিযোগিতা।

আরও পড়ুন:   বিক্রি নয়, এই গাছ ভাড়া দিয়েই মুঠো মুঠো টাকা রোজগার করতে পারবেন

মোবাইল ইন্টারনেট, ভিডিও গেমস ধীরে ধীরে গ্রাস করছে শৈশবকে। আজকের দিনের বাচ্চাদের পড়াশোনার বাইরের পুরো সময়টাই অধিকার করে বসে আছে ইলেকট্রনিক গ্যাজেটগুলি। বর্তমান প্রজন্মের বেশির ভাগ বাচ্চাই জানে না মাঠে-ঘাটের খেলা। ঘরে একা একা বসে থেকে বাড়ছে মানসিক- শারীরিক সমস্যা, কমে যাছে মানুষের সঙ্গে মেশার প্রবনতা। বাড়ছে মানসিক অবসাদ। আর সেজন্যই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরে এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামের কয়েকজন যুবকের উদ্যোগে এমন অদ্ভূত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যা দেখার জন্য এলাকার ৮ থেকে ৮০ শত শত মানুষ সমবেত হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নেট জাল ঘেরা বৃত্তের মধ্যে চোখে গামছা বেঁধে অংশগ্রহণ করে প্রায় ১৪-১৩ যুবক। একটি হাঁসের খোঁজে তল্লাশি চালায় প্রতিযোগীরা। আর এই হাঁস খুঁজতে গিয়ে প্রতিযোগীরা কখনো কখনো নিজেরাই একে অপরকে হাঁস ভেবে হাত পা ধরে টানতে থাকে। কখনো বা একে অপরের সঙ্গে ধাক্কাও লাগে। আর এমন দৃশ্য দেখে হেসে কুপোকাত উৎসাহিত জনতা।

জুলফিকার মোল্যা

Lok Sabha Election 2024: চাঁদিফাটা রোদ উপেক্ষা করেই চলছে প্রচার! ভোটের ময়দানে সরগরম বসিরহাট

বসিরহাট: চৈত্রের দাবদহে ভোট প্রচারে সরগরম বসিরহাট। তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি। চৈত্রের এই দাবদহে ভোট প্রচারে সরগরাম হয়ে উঠল বসিরহাট। বছরের প্রথম থেকেই সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালি বিধানসভা পড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে।

বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোড়খাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম। অপরদিকে সন্দেশখালির মাটি থেকে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। সন্দেশখালি পর্বের পর সভা নির্বাচন ঘোষণা হতেই এই আসন এখন জাতীয় আকর্ষণের কেন্দ্রে।

আরও পড়ুন: সোনাদানা নয়, কোনও ধাতুও নয়! কাপড়ের গয়নাতেই বাজিমাত, দামও খুবই কম

এদিন বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার দুলদুলি, বরুণহাট-সহ বিভিন্ন এলাকায় প্রচারে নামতে দেখা যায় হাজী নুরুল ইসলামকে, অন্যদিকে প্রাচীন ঐতিহ্যবাহী টাকির কুলেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে সারলেন রেখা। প্রবল গরমকে উপেক্ষা করে দুজনেই সমানতালে প্রচার অভিযান চালান।

বিজেপি প্রার্থীর রেখা পাত্র এলাকার মহিলাদের সঙ্গে জনসংযোগ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে হাজী নুরুল ইসলাম রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারে মাধ্যমে ভোট প্রচারের অস্ত্র হিসাবে তুলে ধরেছেন। ভোট প্রচার যেমন তুঙ্গে ঠিক তেমনভাবে জেতার বিষয়ে আশাবাদী বিজেপি তৃণমূল দুই রাজনৈতিক দলের প্রার্থীই।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যদিও নির্বাচনে জয় এর পরে এলাকায় তেমনভাবে তাকে অনেকে দেখতে পাননি বলে অভিযোগ। তবে এবার লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালি। সেই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি বিধানসভা। সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মত জয়ের পারদেকে শীর্ষে থাকেন তা সময়ই বলবে।

জুলফিকার মোল্যা

BJP Candidate List: সন্দেশখালি ‘জিইয়ে’ রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ

কলকাতা: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণায় বিরাট চমক বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। আর এই রেখা হলেন সন্দেশখালির আন্দোলনের মুখ।

সন্দেশখালির আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি। অনেকেই আবার একে বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন। বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থীকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই আসনে তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছেন নুরুল ইসলাম। আর সেখানেই প্রার্থী করা হল রেখা পাত্রকে।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

বিজেপি প্রার্থী হয়ে রেখা বলেন, ‘সর্বদাই মা-বোনদের পাশে থাকব। মাননীয় নরেন্দ্র মোদিজি আমাকে বেছে নিয়েছেন। আমার মতো গ্রামের মহিলাকে উনি বেছে নিয়েছেন। চিরকাল এখানকার মা বোনেদের হয়ে আমি কথা বলব।’ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপির টিকিট যে এই ইস্যুকে ‘জিইয়ে’ রেখে দেওয়ারও এক সুকৌশল তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আরও পড়ুন: এখনও অধরা ৪২ আসনে প্রার্থী-নাম, বাংলার কোন চারটি আসনে জট কাটল না পদ্মশিবিরের?

এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালি তা বলাইবাহুল্য। একের পর এক গ্রামের মহিলারা যে আন্দোলনে নেমেছিলেন, তাতে পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আনা হয়েছিল সন্দেশখালির মহিলাদের। তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। ইঙ্গিত মিলেছিল তখনই। ভোটের আগে সেই সন্দেশখালিকে সামনে রেখেই এবার বসিরহাট কেন্দ্রে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির।

Yousuf Pathan: বহরমপুরে বদলের হাওয়া! বৃহস্পতিবারই আসছেন ইউসুফ পাঠান, দেওয়াল ভরে গিয়েছে তৃণমূলের গ্রাফিতিতে

আবীর ঘোষাল, বহরমপুর: বহরমপুরে আসছেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান! তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের আমজনতাকে দেখা গেল দেওয়াল জোড়া গ্রাফিতি আঁকতে! আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন– স্টুডিওর মেঝে থেকে বমিও পরিষ্কার করেছেন! প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপের স্মৃতি রোমন্থন অভিনেত্রীর

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। বুধবার সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আগামিকাল, বৃহস্পতিবার দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।

North 24 parganas News: পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বসিরহাটে, স্কুলের উদ্যোগে বাড়ি ফিরলেন বিহারের বাসিন্দা!

বসিরহাট: বিহারের নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল বসিরহাটের স্কুল। স্কুলের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয়হীন এক ব্যক্তি। গত ১ মাস ধরে মাঝে মাঝেই তাকে দেখা ‌যেত। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের পিফা রামনগর প্রাথমিক বিদ্যালয় ও এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ঘটনাটি নজর এড়ায়নি স্কুল শিক্ষক শিক্ষিকাদের। কে তিনি? কোথায় থেকে এসেছেন? ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। অবশেষে এক সময় পরিবারের মোবাইল নং জানায় ও পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

আরও পড়ুন: পুলিশের জালে ব্যারাকপুরের অর্জুন সিং! এই ঘটনার কথা জানলে রীতিমতো চমকে উঠবেন

জানা যায়, দীর্ঘ কয়েকমাস আগে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৫০ এর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রবি কুমার। কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হয় নি। এভাবেও পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের পিফা রাম নগর এলাকায়। বেশ কয়েকমাস ধরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। স্কুল থেকেই মিড ডে মিলের খাবার খেতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিহারের ভাগলপুর এলাকায়। অনেক চেষ্টায় ওই ব্যক্তি পরিবারের মোবাইল নম্বর জানালে, স্কুলের শিক্ষকরা ওই ফোন নম্বরে কল ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন বিহার থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা বসিরহাটে এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।

জুলফিকার মোল্যা

Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির এবার বসিরহাটে! হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। বসিরহাটে উদ্বোধন হল রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দারোদঘাটন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তার দু’মাসের মধ্যেই রাম মন্দিরের ছোঁয়া বসিরহাটে।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় মরণ ফাঁদ, মানুষ থেকে পাখি নিস্তার নেই কারোর

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ। অযোধ্যায় না হলেও বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মন্দিরকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব। গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের পাশেই এবার দেখা মিলবে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই রাম মন্দিরের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই মন্দিরে শোভা পাচ্ছেন রাম, সীতা ও লক্ষণের শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাম মন্দির নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়েই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা ভাস্কর মিত্র। বসিরহাটে রাম মন্দিরের উদ্বোধন হ‌ওয়ায় খুশি স্থানীয় ভক্তরা।

জুলফিকার মোল্লা

North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!

বসিরহাট: বসিরহাট প্রাচীন সময়ের যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ। যার নাইট ক্যুইন’ খুবই সহজ একটি নাম। আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। ইছামতীর তীরে বসিরহাট শহরে সেতুর কোলঘেঁষে দেখা মিলবে এই গাছের। নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দূর্লভ। এক কথায় নদীর নাম ইছামতী, শহরের নাম বসিরহাট। বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমাহাদেশে বিরল প্রাজাতির এই গাছের।

আরও পড়ুন: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর…? কোথায়…? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে। বসিরহাট শহর এ গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীনদের মধ্যে অনেকেই। ইছামতি নদীর উপর গড়ে ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল।

আরও পড়ুন:  মথুরাপুরের সঙ্গে জুড়ল চৈতন্য মহাপ্রভুর নাম, ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে

বিরল এই নিশিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর এমন আকার করা হয়েছিল বলে জানা যায়। যদিও আম্ফন ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্যের জানান দেয়। বসিরহাট সেতু তৈরির সময়ে গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নাপ্রায় হতে চলেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন।

জুলফিকার মোল্যা