আধার নিয়ে বড় খবর ৷ UIDAI-এর তরফে নেওয়া এই সিদ্ধান্তের সুবিধা পাবেন আপনিও ৷ বিনামূল্যে আধার আপডেট করার আরও কয়েক মাস সময় পাওয়া যাবে ৷ কারণ বিনামূল্যে আধার আপডেট করার সময় ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

Big News: আধার কার্ড নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত !

আধার নিয়ে বড় খবর ৷ UIDAI-এর তরফে নেওয়া এই সিদ্ধান্তের সুবিধা পাবেন আপনিও ৷ বিনামূল্যে আধার আপডেট করার আরও কয়েক মাস সময় পাওয়া যাবে ৷  কারণ বিনামূল্যে আধার আপডেট করার সময় ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে  ৷
আধার নিয়ে বড় খবর ৷ UIDAI-এর তরফে নেওয়া এই সিদ্ধান্তের সুবিধা পাবেন আপনিও ৷ বিনামূল্যে আধার আপডেট করার আরও কয়েক মাস সময় পাওয়া যাবে ৷ কারণ বিনামূল্যে আধার আপডেট করার সময় ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

 

এর আগে UIDAI ১৪ জুন ২০২৪ পর্যন্ত সময় দিয়েছিল ৷ কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হল ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৷ ১২ সংখ্যার আধার নম্বর ভারতীয় নাগরিকদের তাঁদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটার ভিত্তিতে দেওয়া হয় ৷ ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে গ্যাস কানেকশন বর্তমানে সমস্ত রকমের সরকারি ও আর্থিক লেনদেনের কাজের জন্য আধার নম্বর থাকা বাধ্যতামূলক ৷
এর আগে UIDAI ১৪ জুন ২০২৪ পর্যন্ত সময় দিয়েছিল ৷ কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হল ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৷ ১২ সংখ্যার আধার নম্বর ভারতীয় নাগরিকদের তাঁদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটার ভিত্তিতে দেওয়া হয় ৷ ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে গ্যাস কানেকশন বর্তমানে সমস্ত রকমের সরকারি ও আর্থিক লেনদেনের কাজের জন্য আধার নম্বর থাকা বাধ্যতামূলক ৷
কীভাবে আপডেট করবেন আধার ?
কীভাবে আপডেট করবেন আধার ?
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷

একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷

অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
কেন আধার আপডেট করা জরুরি ?

কেন আধার আপডেট করা জরুরি ?
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷