Skin and Hair Care Tips: সামনেই আসছে বর্ষা! একটা চুলও পড়বে না! ত্বক হবে জেল্লাদার, শুধু মানুন এই টিপস

সূর্যের খরতাপ থেকে স্বস্তি পেতে মানুষ বর্ষার জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন। কিন্তু বর্ষা এলে গরমের জ্বালা জুড়োবে ঠিকই, কিন্তু ত্বক আর চুলের জন্য তা চ্যালেঞ্জ সৃষ্টি করে। আসলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধির ফলে ত্বক এবং চুলে একাধিক সমস্যা দেখা দিতে থাকে। ত্বকে অতিরিক্ত তেল নির্গত হয় আর চুলও হয়ে যায় রুক্ষ। এই পরিস্থিতি থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেটাই দেখে নেওয়া যাক।
সূর্যের খরতাপ থেকে স্বস্তি পেতে মানুষ বর্ষার জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন। কিন্তু বর্ষা এলে গরমের জ্বালা জুড়োবে ঠিকই, কিন্তু ত্বক আর চুলের জন্য তা চ্যালেঞ্জ সৃষ্টি করে। আসলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধির ফলে ত্বক এবং চুলে একাধিক সমস্যা দেখা দিতে থাকে। ত্বকে অতিরিক্ত তেল নির্গত হয় আর চুলও হয়ে যায় রুক্ষ। এই পরিস্থিতি থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেটাই দেখে নেওয়া যাক।
নিয়মিত এক্সফোলিয়েশন এবং ময়েশ্চারাইজেশন:বর্ষায় ত্বকের এক্সফোলিয়েশন এবং ময়েশ্চারাইজেশনের গুরুত্ব তুলে ধরেছেন La Pink-এর নিতিন জৈন। তাঁর পরামর্শ, এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বক সুস্থ ও তরতাজা রাখা সম্ভব। এর জন্য সপ্তাহে ১-২ বার জেন্টল এক্সফোলিয়েটর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। এর ফলে মৃতকোষ দূর হবে এবং ব্রণও বেরোবে না। ফেস ওয়াশ করার পরে ত্বককে হাইড্রেটেড রাখতে ডে-ক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বক থাকবে জেল্লাদার।
নিয়মিত এক্সফোলিয়েশন এবং ময়েশ্চারাইজেশন: বর্ষায় ত্বকের এক্সফোলিয়েশন এবং ময়েশ্চারাইজেশনের গুরুত্ব তুলে ধরেছেন La Pink-এর নিতিন জৈন। তাঁর পরামর্শ, এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বক সুস্থ ও তরতাজা রাখা সম্ভব। এর জন্য সপ্তাহে ১-২ বার জেন্টল এক্সফোলিয়েটর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। এর ফলে মৃতকোষ দূর হবে এবং ব্রণও বেরোবে না। ফেস ওয়াশ করার পরে ত্বককে হাইড্রেটেড রাখতে ডে-ক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বক থাকবে জেল্লাদার।
আর ব্রণর সমস্যা দেখা দিতে থাকে। নন-কমেডোজেনিক প্রসাধনী পণ্যগুলি ত্বককে হাইড্রেট করে অথচ ত্বক তৈলাক্তও হয় না। ত্বকের ছিদ্র বা পোরস বন্ধ না হয়েই বর্ষার মরশুমে ত্বক থাকে ঝকঝকে।
আর ব্রণর সমস্যা দেখা দিতে থাকে। নন-কমেডোজেনিক প্রসাধনী পণ্যগুলি ত্বককে হাইড্রেট করে অথচ ত্বক তৈলাক্তও হয় না। ত্বকের ছিদ্র বা পোরস বন্ধ না হয়েই বর্ষার মরশুমে ত্বক থাকে ঝকঝকে।
ত্বককে স্বাস্থ্যকর করে: নিয়মিত পার্সলে খাওয়া আপনার ত্বকে অনেক উপকার দেয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ফাইন লাইন এবং বলিরেখা দূর করতেও সাহায্য করে।
ত্বককে স্বাস্থ্যকর করে: নিয়মিত পার্সলে খাওয়া আপনার ত্বকে অনেক উপকার দেয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ফাইন লাইন এবং বলিরেখা দূর করতেও সাহায্য করে।
চুল পরিচর্যার কিছু টিপস:জেলের ব্যবহার: বর্ষার মরশুমে চুলে বেশ জট পড়ে। সেক্ষেত্রে জেল ব্যবহার করে সমস্যার সমাধান করা যেতে পারে। এমনটাই জানাচ্ছেন ফিক্স মাই কার্লস-এর প্রতিষ্ঠাতা অনশিতা মেহরোত্রা। তাঁর বক্তব্য, বর্ষার আর্দ্রতার জেরে চুলে জট পড়ে, তা সামলানোই দায় হয়। এই সমস্যার সমাধান করতে ভাল একটা জেল ব্যবহার করা যেতে পারে। এতে চুলের ময়েশ্চার হারিয়ে যায় না। লিভ-ইন কন্ডিশনারের পরে স্বল্প পরিমাণে জেল ব্যবহার করলে চুল হয় নরম মোলায়েম রেশমের মতো। আর জটও পড়বে না।
চুল পরিচর্যার কিছু টিপস: জেলের ব্যবহার: বর্ষার মরশুমে চুলে বেশ জট পড়ে। সেক্ষেত্রে জেল ব্যবহার করে সমস্যার সমাধান করা যেতে পারে। এমনটাই জানাচ্ছেন ফিক্স মাই কার্লস-এর প্রতিষ্ঠাতা অনশিতা মেহরোত্রা। তাঁর বক্তব্য, বর্ষার আর্দ্রতার জেরে চুলে জট পড়ে, তা সামলানোই দায় হয়। এই সমস্যার সমাধান করতে ভাল একটা জেল ব্যবহার করা যেতে পারে। এতে চুলের ময়েশ্চার হারিয়ে যায় না। লিভ-ইন কন্ডিশনারের পরে স্বল্প পরিমাণে জেল ব্যবহার করলে চুল হয় নরম মোলায়েম রেশমের মতো। আর জটও পড়বে না।