প্রতিকী ছবি

Cooch Behar News: আচমকা বজ্রপাত! মর্মান্তিক ঘটনায় মুহূর্তে প্রাণ গেল বিএসএফ জওয়ানের

মেখলিগঞ্জ: কর্তব্যরত থাকা অবস্থায় আচমকাই বজ্রপাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিনবিঘা এলাকায়। গতকাল গভীর রাত থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয় বিস্তীর্ণ জেলা জুড়ে। আর তাতেই এই ঘটনা সামনে আসে সকাল হলেই। শুক্রবার সকালে এই ঘটনায় রীতিমত থমথমে পরিস্থিতি তিনবিঘা সীমান্ত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “মেখলিগঞ্জের কুচলিবাড়ির তিনবিঘা করিডর সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিপি শর্মা। সেই সময় আচমকাই বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তে মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ানের।” উল্লেখ্য, কিছুদিন পূর্বেই দিনহাটার গীতালদহ সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। আবারও এক কর্তব্যরত বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়েছে সেনা কর্মীরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, “মৃত ওই জওয়ানের নাম বিপি শর্মা। তাঁর বাড়ি বিহার রাজ্যে। তিনি বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়নের ভীম আউট পোস্টে হেড কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন।” প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃত ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সার্থক পণ্ডিত