পদ্ম ফুল 

Healthy Lifestyle Tips: গুপ্তরোগ সারায়! এক ঝটকায় কমিয়ে দেয় ক্রনিক আমাশয়… এই ফুলের বীজের কাছে ওষুধ ফেল

পুজো হোক কিংবা ঘর সাজানো, সবের জন্য ব্যবহার হয় এই ফুল। কখনও পুকুরে, তবে বর্তমানে গামলায়ও ফোটানো হচ্ছে এই ফুল।
পুজো হোক কিংবা ঘর সাজানো, সবের জন্য ব্যবহার হয় এই ফুল। কখনও পুকুরে, তবে বর্তমানে গামলায়ও ফোটানো হচ্ছে এই ফুল।
ভারতের জাতীয় ফুল পদ্ম। কিন্তু বিভিন্ন রং ও বিভিন্ন প্রজাতির পদ্মের চাষ হচ্ছে ভারতে। তবে এই ফুল শুধু পুজোয় নয়, শরীরের নানা রোগ প্রতিকারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।
ভারতের জাতীয় ফুল পদ্ম। কিন্তু বিভিন্ন রং ও বিভিন্ন প্রজাতির পদ্মের চাষ হচ্ছে ভারতে। তবে এই ফুল শুধু পুজোয় নয়, শরীরের নানা রোগ প্রতিকারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।
পদ্ম গাছের গুনাগুন জানলে অবাক হবেন। পদ্ম ফুল হোক কিংবা বীজ- গুরত্ব রয়েছে চিকিৎসাবিজ্ঞানেও। পদ্মের অনেক ওষধি, অর্থনৈতিক এবং পুষ্টিকর বৈশিষ্ট্য রয়েছে।
পদ্ম গাছের গুনাগুন জানলে অবাক হবেন। পদ্ম ফুল হোক কিংবা বীজ- গুরত্ব রয়েছে চিকিৎসাবিজ্ঞানেও। পদ্মের অনেক ওষধি, অর্থনৈতিক এবং পুষ্টিকর বৈশিষ্ট্য রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন শারীরিক দুর্বলতা, আমাশয়, ডায়রিয়া এবং কাশি ও সর্দি নিরাময়ে উপকারী পদ্ম। ফুলগুলি কার্ডিওটোনিক, লিভার, মূত্রনালী এবং যৌনরোগের জন্য ব্যবহৃত হয়।
বিশেষজ্ঞরা মনে করেন শারীরিক দুর্বলতা, আমাশয়, ডায়রিয়া এবং কাশি ও সর্দি নিরাময়ে উপকারী পদ্ম। ফুলগুলি কার্ডিওটোনিক, লিভার, মূত্রনালী এবং যৌনরোগের জন্য ব্যবহৃত হয়।
শুধু তাই নয় এই ফলের বীজের পুষ্টিগুণ বেশ। বিশিষ্ট চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা বলেন, গর্ভধারণ রক্তের কারণে সৃষ্ট নানা রোগ প্রতিকারে কাজ করে।
শুধু তাই নয় এই ফলের বীজের পুষ্টিগুণ বেশ। বিশিষ্ট চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা বলেন, গর্ভধারণ রক্তের কারণে সৃষ্ট নানা রোগ প্রতিকারে কাজ করে।
এছাড়াও এর  পাতা থেকে খাবারের থালা তৈরি করা হয়।
এছাড়াও এর  পাতা থেকে খাবারের থালা তৈরি করা হয়।