ক্লিপ দিয়ে তালা খুলে চুরি

Hooghly News: আবারও ফিল্মি কায়দায় চুরি চুঁচুড়ায়! চুলের ক্লিপ দিয়ে তালা ভাঙাল চোর

হুগলি: শুক্রবারের পর আজও দুঃসাহসিক চুরি চুঁচুড়ায়নলডাঙ্গার পর এবার ৮ নম্বর ওয়ার্ডের দু’নম্বর কাপাসডাঙ্গার নেপাল চৌধুরীর বাগানে রাতের অন্ধকারে সর্বস্ব লুট। ফাঁকা বাড়ি নয় বরং বাড়ি ভর্তি লোকের মধ্যেই সব লুট পথ করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। একেবারে ফিল্মি কায়দায় হয় চুরির ঘটনা। মহিলাদের মাথার চুলের ক্লিপ দিয়ে তালা খুলে চুরি। নগদ ১৫ হাজার টাকা সমেত ৬ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়া শহর জুড়ে।

স্থানীয় সূত্রে খবর, আট নম্বর ওয়ার্ডের দু’নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা দেবাশীষ ভট্টাচার্য। তিনি জানান প্রচন্ড গরম হওয়ার কারণেই সকলে দোতলার একটি রুমের মধ্যেই এসিতে ঘুমিয়ে ছিলেন রাতে। একতলা পুরো ফাঁকা ছিল ।একতলাতেই সমস্ত আলমারি ও জিনিস গয়না ছিল। দেবাশীষবাবুর কথা অনুযায়ী, চোর কোথা দিয়ে এল কিভাবে আলমারি খুলল কিছুই বোঝা যাচ্ছে না, যদিও তাদের সন্দেহ চোর ব্যালকনি রাস্তা দিয়েই এসেছে এবং সেখান থেকেই পালিয়েছে। তিনি জানান প্রায় পাঁচ থেকে ছয় ভরি সোনা এবং নগদ ১৫ হাজার টাকা ছিল আলমারিতে। যার সমস্তটাই নিয়ে গেছে চোরে। সাধারণত আগের শোনা যেত মানুষ বাড়িতে না থাকা অবস্থায় চোর বাড়ির তালা ভেঙে চুরি করতো। এখন মানুষ বাড়িতে থাকা অবস্থাতেই চুরি হয়ে যাচ্ছে বাড়ির সমস্ত কিছু। ঘটনায় সব থেকে চাঞ্চল্যকর বিষয় যেটি সেটি হচ্ছে চোর আলমারি বা দরজা কোনটারই তালা ভাঙেনি । কিভাবে খুলল কিভাবেই তারা জানল এই নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে ওই পরিবার। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরাও

প্রসঙ্গত বৃহস্পতিবার ভোর রাতে চুঁচুড়া নলডাঙ্গা এলাকায় একাকী বৃদ্ধার বাড়িতে চার দুষ্কৃতী গিয়ে তাকে বেঁধে রেখে লুট পাঠ চলায়। ঠিক তার পরের দিনেই আবারো চুরির ঘটনা। একের পর এক এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকা বাসী। পুলিশের নজরদারি নিয়ে বার বার উঠেছে প্রশ্ন।

রাহী হালদার