ছাত্রীদের আত্মরক্ষায় বিশেষ প্রশিক্ষণ সুন্দরবনের স্কুলে

North 24 Parganas News: ছাত্রীদের আত্মরক্ষায় বিশেষ প্রশিক্ষণ সুন্দরবনের স্কুলে

বসিরহাট: ইভটিজিং সহ হয়রানি থেকে মেয়েরা নিজেরাই আত্মরক্ষা করতে পারবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নিজেকে সুরক্ষিত রাখতে আত্মরক্ষা কিভাবে করতে হবে তা শেখার প্রবণতা দেখা গেল প্রত্যন্ত গ্রামের স্কুলে। অনেক সময় বখাটে ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করে, আবার কোথাও বা হয়রানির শিকার হতে হয়। তবে সুন্দরবন এলাকার মেয়েরা এবার নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারবেন। এমনই প্রচেষ্টা দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের স্কুলে। আত্মরক্ষা শিক্ষায় ছেলেদের পাশাপাশি এগিয়ে আসছে মেয়েরাও। শুধু আত্মরক্ষা নয়, খেলাধুলার অংশ হিসেবেও এটি বেছে নিয়েছে অনেক মেয়েরা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনিস্টিটিউশনের উদ্যোগে ছাত্রীরা কিভাবে ইভটিজিং সহ একাধিক সমস্যা থেকে নিজেরা আত্মরক্ষা করতে পারবে তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলেরই উদ্যোগে।

আরও পড়ুন: নেই স্টেশন মাস্টার, টিকিট ঘরও! বহু ইতিহাসের সাক্ষী এই স্টেশন চেনেন বাংলার সবাই, নাম জানেন?

এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ প্রশিক্ষণরত ছাত্রছাত্রী হাজির হয়েছেন তাদের উদ্দেশ্য বর্তমান সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছেন। ছাত্রীরা সেটিকে শেখার মাধ্যমে একাগ্র অনুশীলনে সাফল্য পাওয়া পাচ্ছেন। এভাবেই শিখতে শিখতে নিজেরা নিজেদেরই সাবলম্বী করে গড়ে তুলছে। সমাজ, পরিস্থিতিগত কারণে অত্মরক্ষার প্রশিক্ষণ শিখতে আগ্রহী মেয়েরা। বিষয়টির গুরুত্ব বুঝে বর্তমানে অনেক স্কুলেও আত্মরক্ষার পাঠ দেওয়া শুরু হয়। ইভটিজিং সমস্যা থেকে পথেঘাটে বিপদের আশঙ্কা এড়াতে সচেতনতা বাড়ায় শহরের পাশাপাশি গ্রামেও ছবি বদলেছে। অনেক অভিভাবকরা মেয়েদের এমন প্রশিক্ষণ শেখানোর জন্য উদ্যোগী হচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা